Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে বিস্ফোরণে নারী-শিশুসহ আহত ৬

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে বিস্ফোরণে নারী-শিশুসহ আহত ৬
নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে বিস্ফোরণে নারী ও শিশুসহ ছয়জন আহত হয়েছেন। ঘরে জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণ হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

শনিবার রাত ১২টার দিকে কাশীপুর ইউনিয়নের হোসাইনী নগর এলাকার লক্ষ্মী নিবাস নামে আবাসিক ভবনটির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে এ বিস্ফোরণ হয় বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন আহম্মাদ।

এ ঘটনায় আহতরা হলেন- হোসাইনী নগর এলাকার লোকমানের ছেলে সবুজ খন্দকার (২৫), মো. রানা (৩০), তার স্ত্রী বিথী (১৮), তাদের শিশু সন্তান ও আবুল কালাম (৬০)৷ আহত আরেকজনের নাম পাওয়া যায়নি৷

আহতদের মধ্যে দগ্ধ চারজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ ১৩ আগস্ট (রবিবার) সকালে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, রাতে নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ চারজন ভর্তি হন৷ তাদের মধ্যে সবুজের শরীরের ৫৫ শতাংশ, রানার ১২ শতাংশ, বিথীর ৩৫ শতাংশ পুড়ে গেছে৷ তাদের অবস্থা আশঙ্কাজনক৷ রুবেল নামে আরেকজনও অল্প দগ্ধ হয়েছেন৷ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়৷

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন বলেন , “ভবনটির পঞ্চম তলার উত্তর-পশ্চিম পাশের ফ্ল্যাটটিতে বিস্ফোরণের সূত্রপাত৷ বিস্ফোরণে ফ্ল্যাটের দুই পাশের দেয়াল ভেঙে পড়ে গেছে৷

“পশ্চিম পাশের দেয়ালটি ভেঙে পাশের একটি টিনশেড ঘরের উপর গিয়ে পড়ে৷ ওই ঘরে কেউ না থাকায় হতাহত হননি৷ বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের ফ্ল্যাটেরও দরজা, দেয়াল ভেঙে গেছে, আসবাবপত্র সব পড়ে গেছে৷”

ফখরউদ্দিন গণমাধ্যমকে বলেন, “ফ্ল্যাটের ভেতরে জমা গ্যাস থেকে এ বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি৷ ফ্ল্যাটের ভেতর গ্যাস সিলিন্ডার ও তিতাস গ্যাসের লাইন দু’টোই রয়েছে৷ কোন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে তদন্তের পর তা নিশ্চিত করে বলা যাবে৷”

দগ্ধ সবুজের মামা খলিল শিকদার বলেন, তার ভাগনে সবুজ ও সবুজের হোসিয়ারি কারখানার শ্রমিক রানা, বিথী ও তাদের শিশু সন্তান ওই ফ্ল্যাটটিতে থাকতেন৷ দগ্ধ অবস্থায় তাদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়৷

ভবনটির ছয়তলার ভাড়াটিয়া মো. হাবিব উল্লাহ বলেন, “বিকট শব্দে বিস্ফোরণে পুরো ভবনটি কেঁপে ওঠে৷ যেই ফ্ল্যাটে বিস্ফোরণ হয়েছে সেটিতে আগুন ধরে গেলে কয়েকজন দগ্ধ হন৷ আমার পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া ফল ব্যবসায়ী আবুল কালাম বাজার করে সিঁড়ি দিয়ে ওঠার সময় আহত হন৷ তার উপর দেয়াল ভেঙে পড়ে৷”

হোসাইনী নগর এলাকার ভবনটির মালিক মাসুদুর রহমান আসলাম৷ তার ছেলে মো. সীমান্ত বলেন, “বিকট শব্দে বিস্ফোরণটি হয়ে আগুন ধরে যায়৷ পরে ভাড়াটিয়ারা মিলে আগুন নেভান৷ পাঁচতলার দু’টি ফ্ল্যাটের দেয়াল ভেঙে গেছে৷

“ফায়ার সার্ভিসের লোকজন ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় জানিয়ে ফ্ল্যাটগুলো খালি করে দিতে বলেছেন৷ ভাড়াটিয়াদের সকলে আশপাশের আত্মীয়-স্বজনের বাড়িতে চলে যাচ্ছেন।”

স্থানীয়রা জানান, বিকট শব্দে বিস্ফোরণের পরপরই বিদ্যুৎ চলে যায়৷ বিস্ফোরণের শব্দ অন্তত আধা কিলোমিটার দূর থেকেও পাওয়া যায়৷
সরেজমিনে দেখা যায়, ভবনটির পঞ্চম তলায় চারটি ফ্ল্যাট৷ বিস্ফোরণে উত্তর-পশ্চিম পাশের ফ্ল্যাটটির পশ্চিম পাশের দেয়াল ভেঙে পাশের একটি টিনশেড ঘরের উপরে পড়েছে৷ দক্ষিণ পাশের দেয়ালটিও ভেঙে সিঁড়ির উপর পড়ে আছে৷

পূর্বপাশের ফ্ল্যাটেরও দেয়াল ভেঙে গেছে৷ প্রতিটি ফ্ল্যাটেরই কাঠের দরজা ভেঙে গেছে৷ ভেতরে খাট, আলমারি, ফ্রিজসহ আসবাবপত্র উল্টেপাল্টে পড়ে আছে৷

উল্লেখ্য, গত ২৯ জুলাই ফতুল্লার কাশীপুর ইউনিয়নের ভোলাইল এলাকার একটি ব্যাটারিচালিত রিকশার শো-রুমে ভয়াবহ বিস্ফোরণ হয়৷ ওই বিস্ফোরণে মারা যান শো-রুমের ম্যানেজারসহ আরও দুই কর্মী৷ আহত হন বেশ কয়েকজন৷ বিস্ফোরণের ওই ঘটনায় শো-রুমটির চারপাশের দেয়ালসহ পাশের দু’টি ভবনও ধসে পড়ে৷

ঠিকানা/এসআর
 

কমেন্ট বক্স