Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


ঢাকায় দুই মার্কিন কংগ্রেসম্যান 

ঢাকায় দুই মার্কিন কংগ্রেসম্যান  ছবি : সংগৃহীত



 
চার দিনের সফরে ঢাকা এসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান রিচার্ড ম্যাককরমিক এবং এড কেস।  ১২ আগস্ট (শনিবার) তারা ঢাকা পৌঁছান। রিপাবলিকান দলের রিচার্ড ম্যাককরমিক এবং ডেমোক্র্যাট দলের এড কেস আগামী ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। সফরকালে তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তারা সৌজন্য সাক্ষাৎ করবেন। 

সূত্র জানায়, এই সফরে দুই কংগ্রেসম্যান আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন। 

জানা গেছে, মার্কিন কংগ্রেসম্যানরা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। তারা রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন (আরআরআরসি), জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। 

কক্সবাজার থেকে ঢাকায় আসার পর তারা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করবেন। সেখানে দ্বিপাক্ষিক ইস্যুর পাশাপাশি রাজনৈতিক পরিবেশ, নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করবেন। এছাড়া নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তারা।


ঠিকানা/এম

কমেন্ট বক্স