Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ 

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩  সংগৃহীত
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফুলপুর-শেরপুর সড়কের বাইটকান্দির চওড়া বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ফুলপুর থানার ওসি আবদুল হাদি জানান।
নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী ফুলপুরের হাতপাগলা গ্রামের হাবিজ মিয়ার ছেলে মো. হাসাদ (১৬), শেরপুরের নকলা উপজেলার ছাতুর গ্রামের বিয়াজ উদ্দিনের ছেলে মো. আশিক মিয়া (২০) ও নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতী গ্রামের নওয়াব আলীর ছেলে আবুল কাশেম (৫০)।
ওসি আবদুল হাদি বলেন, যাত্রীবাহী একটি অটোরিকশা শেরপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন।
এ ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স