Thikana News
১৮ মার্চ ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

ভারতে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

ভারতে ১০ বাংলাদেশি গ্রেপ্তার ছবি সংগৃহীত
ভারতের ওড়িশা রাজ্যে ১০ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) অবৈধভাবে প্রবেশের কারণে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করে ওড়িশা রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। স্থানীয় সংবাদমাধ্যম ওড়িশা বাইটসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গ্রেপ্তারদের মধ্যে ছয়জন পুরুষ, তিনজন নারী এবং একজন শিশু। রোববার সকালে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) পুলিশ বলেছে, ওই বাংলাদেশিরা অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করেছেন। তাদের কাছে কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি। তারা গত কয়েক দিন ধরে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন অবস্থান করছিলেন। এ সময় অনুপ্রবেশকারী বাংলাদেশিদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন, বাংলাদেশি মুদ্রা জব্দ করেছে এসটিএফ।

এসটিএফের সুপার রবি নারায়ণ বলেন, ‘গোপন সূত্রে আমরা খবর পাই যে অভিযুক্তরা পাসপোর্ট ও ভিসা ছাড়া আসাম থেকে ওড়িশায় আসছে। এরপর আমরা অভিযান চালিয়ে তাদের আটক করি।’

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স