Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

সীতাকুণ্ডে ঘুরতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী

সীতাকুণ্ডে ঘুরতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গণধর্ষণের শিকার হয়েছে এক কলেজ শিক্ষার্থী। ৮ মার্চ (শনিবার) দুপুরে সীতাকুন্ডের গুলিয়াখালী সী-বিচ এলাকায় ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হন বলে অভিযোগ ওই শিক্ষার্থীর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড থানার পুলিশকে খবর দেয়। 

জানা যায়, সীতাকুণ্ড মহিলা কলেজের ওই শিক্ষার্থী শনিবার দুপুরে তার এক বন্ধুর সঙ্গে গুলিয়াখালী সী-বিচ এলাকায় ঘুরতে যায়। বীচ এলাকার বেড়িবাঁধ পার হয়ে সাগর পাড়ে যাওয়ার সময় চার যুবক তাদের ধরে উপকূলে ঝাঁউ বাগান এলাকায় জিম্মি করে নিয়ে যায়। এসময় ওই নারী শিক্ষার্থীর বন্ধুকে মারধর করে তারা। পরে পালাক্রমে চারজন ধর্ষণ করে পালিয়ে যায়। 

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান,পুলিশ ঘটনাস্থলে গেছে, ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। 

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স