Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫





 

দ্রুত বিয়ের কারণ জানালেন মিম মানতাসা

দ্রুত বিয়ের কারণ জানালেন মিম মানতাসা ছবি : সংগৃহীত





 
তারকা হয়েও মাত্র ২৪ বছর বয়সে বিয়ে করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মিম মানতাসা। চার বছর হতে চলেছে তার দাম্পত্য জীবন। সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে বিয়ে ও কাজ নিয়ে খোলামেলা কথা বলেছেন এই লাক্স তারকা।

মিম জানান, তার বিয়ের সিদ্ধান্ত পুরোপুরি বাবার ইচ্ছাতেই হয়েছিল।

অভিনেত্রীল কথায়, ‘আমার বাবা চেয়েছিলেন আমি বিয়ে করি। আমি তার সিদ্ধান্তকে সম্মান করেছি। তাই দ্রুত বিয়ে করেছি।’

বিয়ের পর পড়াশোনা ও মিডিয়ার কাজ একসঙ্গে সামলানো কঠিন হলেও সবসময় পরিবারের সহযোগিতা পেয়েছেন বলে জানান মিম। স্বামীর প্রশংসা করে তিনি বলেন, ‘আসলে মানুষটা (আমার স্বামী) অনেক ভালো। তা না হলে দীর্ঘ ৪ বছর একসঙ্গে থাকা কঠিন হতো। আমি মনে করি, আমার বাবা যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটিই সঠিক ছিল।’

শ্বশুরবাড়ি ও নিজের পরিবার- দুই দিক থেকেই প্রচুর সাপোর্ট পান উল্লেখ করে মিম বলেন, ‘আমার এখন দুইটা পরিবার। সবাই আমাকে সমানভাবে সহযোগিতা করে। কাউকে কম-বেশি ক্রেডিট দেওয়ার উপায় নেই।’

উল্লেখ্য, ২০১৮ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজে পা রাখেন মিম মানতাসা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে পড়াশোনা শেষ করেছেন। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘বাজিকর’, ‘সাদাসিধে প্রেম’, ‘পিতৃছায়া’, ‘সময়ের গল্প’, ‘লায়লা দুপুর’ ইত্যাদি।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স