Thikana News
১২ মার্চ ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১২ মার্চ ২০২৫

ক্রিপ্টোকারেন্সির রিজার্ভ গঠনে ট্রাম্পের নির্বাহী আদেশ

ক্রিপ্টোকারেন্সির রিজার্ভ গঠনে ট্রাম্পের নির্বাহী আদেশ ছবি সংগৃহীত
ক্রিপ্টোকারেন্সির রিজার্ভ গঠনের লক্ষ্যে একটি নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরকারের মালিকানায় এরই মধ্যে বিটকয়েনসহ যেসব ক্রিপ্টোকারেন্সির মজুত রয়েছে, সেগুলো ব্যবহার করেই এই রিজার্ভ প্রতিষ্ঠা করা হবে। নির্বাচনী প্রচারণায় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রকে তিনি বিশ্বের ক্রিপ্টো মুদ্রার রাজধানী গড়বেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই প্রথম ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অনুদান নেন। ভবিষ্যতের জন্য যুক্তরাষ্ট্রে ক্রিপ্টো অর্থ জরুরি বলে মনে করেন তিনি।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজের সেই প্রতিশ্রুতি পূরণে কাজ করছেন ট্রাম্প। তারই অংশ হিসেবে ক্রিপ্টোকারেন্সি নিয়ে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন তিনি। এমনকি নিজের নামেও একটা ক্রিপ্টো মুদ্রা চালু করেছেন।

রয়টার্সের এক প্রতিবেদনে মতে, শুক্রবার (৭ মার্চ) হোয়াইট হাউসে ক্রিপ্টোকারেন্সি নির্বাহীদের সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। তার এক দিন আগেই বৃহস্পতিবার  ক্রিপ্টোকারেন্সি বিষয়ক নির্বাহী আদেশে সই করেন তিনি।

ট্রাম্পের নির্বাহী আদেশে অর্থ ও বাণিজ্যমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা এমন ‘বাজেট-নিরপেক্ষ কৌশল’ প্রণয়ন করবেন, যার মাধ্যমে অতিরিক্ত বিটকয়েন সংগ্রহ করা সম্ভব হবে, কিন্তু এর জন্য করদাতাদের ওপর কোনো অতিরিক্ত আর্থিক বোঝা চাপবে না।

এক্স হ্যান্ডলে এক পোস্টে হোয়াইট হাউসের ক্রিপ্টো-বিষয়ক প্রধান বিলিয়নিয়ার ডেভিড স্যাক্স জানান, কেন্দ্রীয় সরকারের এই রিজার্ভ গঠন হবে অপরাধমূলক কর্মকাণ্ডের জরিমানা থেকে প্রাপ্ত অর্থ। সেই সঙ্গে দেওয়ানি মামলায় বাজেয়াপ্ত করা সম্পত্তিও সরকার বিটকয়েনে রূপান্তর করবে। ক্রিপ্টোকারেন্সি নিয়ে এটা ট্রাম্পের দ্বিতীয় নির্বাহী আদেশ।

এর আগে গত ২৪ জানুয়ারি ক্রিপ্টোকারেন্সি বাজার নিয়ন্ত্রণ বিষয়ক একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে দেওয়া ওই নির্বাহী আদেশটি ছিল যুক্তরাষ্ট্রে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত নিয়মকানুন ও প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তোলা বিষয়ক। ওই আদেশে ক্রিপ্টোকারেন্সির বিষয়টি দেখভাল করার জন্য ওয়ার্কিং গ্রুপ অন ডিজিটাল অ্যাসেট মার্কেটস নামে একটি ওয়ার্কিং গ্রুপও প্রতিষ্ঠা করার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়।

চলতি সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প কৌশলগত রিজার্ভ গঠনের জন্য পাঁচটি ক্রিপ্টোকারেন্সির ডিজিটাল টোকেনের নাম ঘোষণা করেন। কয়েনগুলো হলো বিটকয়েন, ইথেরিয়াম (ইথার), এক্সআরপি, সোলানা ও কার্ডানো। ওই ঘোষণার পর প্রতিটি টোকেনের দাম বেড়ে গেছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স