Thikana News
১৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

বাফুফের ওপর থেকে ফিফার আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাফুফের ওপর থেকে ফিফার আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহার ছবি সংগৃহীত
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ওপর থেকে আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ফিফা। ২০১৮ সাল থেকে ক্রয়-বিক্রয় সংক্রান্ত ব্যাপারে ফিফার যে আর্থিক নিষেধাজ্ঞা ছিল, সেটি তুলে নিয়েছে ফিফা। শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় ফিফা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের চিঠি পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

ফিফা থেকে পাওয়া অর্থের ওপরই নির্ভরশীল বাফুফে। তবে এই অর্থ ব্যবহারে স্বচ্ছতা না থাকায় ২০১৮ সাল থেকে নিষেধাজ্ঞার মধ্যে ছিল বাফুফে। ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বাফুফের ক্রয়-সংক্রান্ত বিষয়ে অসংগতি ধরা পড়ে ফিফার তদন্তে। ওই তদন্তের জেরে এবং আরও নানা কারণে ২০২৩ সালের এপ্রিলে বাফুফের সে সময়কার সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করে ফিফা। ২০২৪ সালের মে মাসে নিষেধাজ্ঞা বাড়িয়ে তিন বছর করে সংস্থাটি।

আর্থিক লেনদেনে অসংগতির কারণে সে সময় বাফুফের চিফ ফিন্যান্সিয়াল অফিসার আবু হোসেন ও ম্যানেজার (অপরারেশন্স) মিজানুর রহমানকে নিষিদ্ধ করেছিল ফিফা। আর সে সময়কার বাফুফের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদিকে করা হয় জরিমানা।

গত মাসে ফিফার কর্মকর্তারা ঢাকায় এসে বাফুফের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নিয়েছেন। বাফুফে জানিয়েছে, নতুন সভাপতি তাবিথ আউয়ালও ফিফার প্রতিনিধি দলের সাম্প্রতিক ঢাকা সফরকে সর্বোচ্চ গুরুত্ব দেন।

তাদের লক্ষ্য ছিল বাফুফেকে ফিফার আর্থিক অনিয়মের তালিকা থেকে বের করে আনা। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম এ ব্যাপারে বলেছেন, এ দেশের ফুটবলের জন্য অত্যন্ত গর্বের খবর এটা। এখন থেকে ফিফার সঙ্গে বাফুফের সম্পর্ক আরও জোরদার হবে এবং বাংলাদেশের জন্য ফিফার অনেক সুযোগ-সুবিধার দুয়ার উন্মোচিত হলো।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স