Thikana News
১৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিক

ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিক ছবি সংগৃহীত
ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। বুধবার (৫ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন তিনি। তবে খেলে যাবেন আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট। এর আগে টি-২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

মুশফিক লিখেছেন, ‘আজ  থেকে আমি ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলছি।’ তিনি আরও লেখেন, ‘বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন কম। তার পরও যখনই আমি মাঠে নেমেছি, শতভাগ দেওয়ার চেষ্টা করেছি। গেল কিছুদিন আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল এবং আমি অনুধাবন করেছি, এটাই আমার ভাগ্যে লেখা আছে। আমি আমার পরিবার, বন্ধু এবং সমর্থকদের ধন্যবাদ দিতে চাই, যারা ১৯ বছর আমাকে সমর্থন দিয়ে গেছেন।’

মুশফিক এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছেন তিনি। কিন্তু ব্যাট হাতে ভালো করতে পারেননি।

তাদের বাদ দিয়ে ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে বসার কথা ছিল। তারই অংশ হিসেবে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

জাতীয় দলের জার্সিতে ২০০৫ সালে টেস্ট অভিষেক হয় মুশফিকের। পরের বছর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার।

মুশফিক ২৭৪ ওয়ানডে ক্যারিয়ারে ৭৭৯৫ রান করেছেন। নয়টি সেঞ্চুরি ও ৪৯টি ফিফটি করেছেন ডানহাতি এই ব্যাটার।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স