Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

টেকনাফে যৌথ অভিযানে অপহরণের ৭ ঘন্টার মাথায় ১১ নারী-শিশু উদ্ধার

টেকনাফে যৌথ অভিযানে অপহরণের ৭ ঘন্টার মাথায় ১১ নারী-শিশু উদ্ধার ছবি : সংগৃহীত
কক্সবাজারের টেকনাফের হ্নীলা আলী খালী গহীন পাহাড়ে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে অপহরণের শিকার ৯ নারী ও ২ শিশুকে উদ্ধার করা হয়েছে। ৪ মার্চ (মঙ্গলবার) সকাল ৭টার দিকে অপহরণের খবর পেয়ে বেলা ২টার দিকে পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা সম্ভব হয় বলে জানিয়েছে নৌবাহিনী সূত্র।

ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, টেকনাফ উপজেলাস্থ হ্নীলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর আলীখালী গ্রামে একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্র ঠেকিয়ে বাড়ির নারী-শিশুকে অপহরণ করে গহীন পাহাড়ে নিয়ে যায়। এরপর থেকে তাদের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ খবরটি পেয়ে হ্নীলা আলীখালী গহীন পাহাড়ে যৌথ অভিযান চালায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ। অভিযানে গহীন পাহাড়ের পাদদেশের বেশ কয়েকটি স্থান হতে অপহরণের শিকার ৯ নারী ও ২ শিশুকে উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, অভিযানে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
 
উল্লেখ্য, সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে টেকনাফসহ দেশের নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছে নৌবাহিনী। নৌবাহিনীর এ কার্যক্রম চলমান চলবে বলে উল্লেখ করা হয়।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স