জুলাই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনের প্রস্তুতকৃত প্রতিবেদনটি আগামীকাল ৫ মার্চ (বুধবার) জেনেভায় সংস্থাটির সদস্যদের সামনে উপস্থাপন করা হবে। এ উপলক্ষে অনুষ্ঠানে অংশ নেবেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, শেখ হাসিনার সরকারের পতনের আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত এই দুই উপদেষ্টা তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য রাষ্ট্রগুলোর সামনে তুলে ধরবেন।
এর আগে, আজকের অনুষ্ঠানে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক ‘বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ও আগস্ট আন্দোলন সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন’ শীর্ষক প্রতিবেদন উপস্থাপন করবেন। গত ১৩ ফেব্রুয়ারি জেনেভায় প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
ঢাকায় জাতিসংঘ আবাসিক প্রতিনিধির কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি হিসেবে নাগরিক সমাজের দুজন প্রতিনিধি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।
অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন দেশের কূটনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা প্রতিবেদনটির বিশদ বিশ্লেষণ চাইতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ঠিকানা/এএস 
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
