Thikana News
২১ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২১ জুলাই ২০২৫

‘ভুয়া ওয়েবসাইট’ কর্তৃক মিসইনফরমেশনের দায়ভার নেবে না জাতীয় নাগরিক পার্টি 

‘ভুয়া ওয়েবসাইট’ কর্তৃক মিসইনফরমেশনের দায়ভার নেবে না জাতীয় নাগরিক পার্টি  সংগৃহীত
নাগরিক কমিটির নাম দিয়ে খোলা কোনো ভুয়া ওয়েবসাইটের মিসইনফরমেশনের দায়ভার নেওয়া হবে না বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। আজ ৩ মার্চ (সোমবার) জাতীয় নাগরিক পার্টির অফিসিয়াল পেজে এক পোস্টের মাধ্যমে তা জানানো হয়।
পোস্টে উল্লেখ করা হয়,  National Citizen Party-NCP (জাতীয় নাগরিক পার্টি) এই অফিসিয়াল পেজটি ছাড়া ফেসবুকে আমাদের আর কোনো পেজ নেই। নাগরিক পার্টির নাম দিয়ে খোলা বাকি সব পেজ ফেক। তাছাড়া আমাদের সংগঠনের কোনো অফিসিয়াল ওয়েবসাইট এখনো আমরা সচল করিনি। নাগরিক কমিটির নাম দিয়ে খোলা কোনো ভুয়া ওয়েবসাইটের মিসইনফরমেশনের দায়ভার আমরা নেব না।

আমাদের অফিসিয়াল ওয়েবসাইট খোলা সম্পন্ন হয়ে গেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের এই পেজেই কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির লিস্ট আমরা পোস্ট করেছি। কমিটি নিয়ে যেকোনো ইনফরমেশন আপনারা এখানে পেয়ে যাবেন। জাতীয় নাগরিক পার্টি নিয়ে আপনাদের যেকোনো পরামর্শ এবং প্রত্যাশা আমাদেরকে এই পেজের ইনবক্সে জানাতে পারেন।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স