নিউইয়র্কের লং আইল্যান্ডে বাংলাদেশিদের প্রথম পথমেলা অনুষ্ঠিত হবে আগামী ১৯ আগস্ট শনিবার। বেবিলন টাউন হল চত্ত্বরে দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত এ মেলা চলবে। নিউইয়র্কের এক ঝাাঁক শিল্পী এতে অংশ নেবেন। তারা নাচে গানে মাতিয়ে রাখবেন এই মেলা। উল্লেখযোগ্য শিল্পীদের লং আইল্যান্ডে বাংলাদেশ মেলা ১৯ আগস্ট তালিকায় রয়েছেন বেবী নাজনীন, রিজিয়া পারভিন, ত্রিনিয়া হাসান ও শেফালী সারগামসহ অনেকে। রকমারি স্টল বসবে মেলায়। আয়োজকরা ধারণা করছেন মেলায় ৫ থেকে ১০ হাজার বাংলাদেশি অংশ নেবেন।
মেলাকে সফল করতে গিয়াস আহমেদ কনভেনর, আসেফ বারী টুটুল কো-কনভেনর ও রিয়াজ মাহমুদ সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন। সমন্বয়কের দায়িত্বে আছেন গোলাম ফারুক শাহীন। ইশতিয়াক হোসেন রুমি কালচারাল ইভেন্টের চেয়ারম্যান হিসেবে কাজ করছেন।
এর আগে গত ২০ জুলাই বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, মেলায় ফ্রি অ্যাডমিশন, ফ্রি কনসার্ট ও ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। র্যাফেল ড্র-তে থাকবে ব্রান্ড নিউ গাড়ি।
আয়োজকরা আরো জানান, লং আইল্যান্ডে প্রায় ২০ হাজার বাংলাদেশি পরিবার বসবাস করেন। তাদের দীর্ঘ পথ ও ট্রাফিক পাড়ি দিয়ে সিটিতে আসতে হয় বিভিন্ন মেলা ও অনুষ্ঠান দেখতে। এবার এ ধরনের অনুষ্ঠান লং আইল্যান্ডবাসীর দোড়গোড়ায় নিয়ে যাওয়া হচ্ছে।
নেতৃবৃন্দ আরো বলেন, লং আইল্যান্ডে বসবাসরত বাংলাদেশি নতুন প্রজন্মের কাছে দেশের সাহিত্য ও সংস্কৃতি নিয়ে যাওয়া হচ্ছে। প্রতি বছর এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। এ মেলায় মূলধারার নির্বাচিত প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।