Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

সিটির ল্যান্ড ইউজ এন্ড ল্যান্ডমার্ক কমিটির কো-চেয়ারম্যান মুকিত চৌধুরী

সিটির ল্যান্ড ইউজ এন্ড ল্যান্ডমার্ক কমিটির কো-চেয়ারম্যান মুকিত চৌধুরী
ঠিকানা রিপোর্ট  নিউইয়র্ক সিটির ল্যান্ড ইউজ এন্ড ল্যান্ডমার্ক কমিটির (কমিউনিটি বোর্ড-৩) কো-চেয়ারম্যান নির্বাচিত হলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী। কুইন্স ব্যরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস তাকে এ পদে নির্বাচিত করেন। তিনি গত ৬ বছর যাবৎ কুইন্স কমিউনিটি বোর্ড-৩ এ সদস্য হিসেবে কাজ করছেন। মুকিত চৌধুরী যুক্তরাষ্ট্রে সফল আইন ব্যবসায়ী ও কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যঅটর্নি মঈন চৌধুরীর বড় ভাই।
মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের কমান্ডার। এর আগে তিনি কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের আর্ন্তজাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার জন্ম হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায়। দেশ স্বাধীন হবার পর ১৯৭৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি জার্মানীতে ছিলেন। ২০০৫ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

কমেন্ট বক্স