Thikana News
১৮ মার্চ ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

‘যদি’ ‘কিন্তু’ ‘অথবা’ ছাড়াই ভুল সংশোধন করে নেব : হাসনাত আবদুল্লাহ

‘যদি’ ‘কিন্তু’ ‘অথবা’ ছাড়াই ভুল সংশোধন করে নেব : হাসনাত আবদুল্লাহ ছবি : সংগৃহীত
তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ হয়েছে ২৮ ফ্রেব্রুয়ারি (শুক্রবার)। পার্টির ১৫১ সদস্যর কমিটি ঘোষণা করা হয়েছে। এরমধ্যে হাসনাত আবদুল্লাহ মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল)। পার্টির দায়িত্ব নিয়েই তিনি তার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। সেখানেই লিখেছেন, কোনো ভুল করলে নিজের ভাই মনে করে ধরিয়ে দেবেন শুধরে নেব। ১ মার্চ (শনিবার) বেলা ১২ টার দিকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে এ কথা জানান।

পোস্টে তিনি বলেন, ‘রাজনীতির আগেও আমার পরিচয়, আমি একজন মুসলমান। আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাবো।’

হাসনাত আরও বলেন, ‘আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনও করবো না। স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনও জায়গা পাবে না।

যা হয়েছে, সেটা ছিলো একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন, এবং 'যদি', ‘কিন্তু’, 'অথবা' ব্যাতিত আমরা আমাদের ভুল সংশোধন করে নিবো।’


ঠিকানা/এএস 

কমেন্ট বক্স