Thikana News
০৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

ভারত থেকে এলো ১০ হাজার ৫শ’ মেট্রিক টন চাল

ভারত থেকে এলো ১০ হাজার ৫শ’ মেট্রিক টন চাল ছবি : সংগৃহীত



 
ভারত থেকে আমদানি করা ১০ হাজার ৫শ’ মেট্রিক টন সেদ্ধ চাল দেশে পৌঁছেছে। ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) চালের এই চালান নিয়ে ‘এমভি ভিসিটি ওসেন’ নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।

খাদ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-৩) আওতায় ভারত থেকে আমদানি করা ১০ হাজার ৫শ’ মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে ‘এমভি ভিসিটি ওসেন’ জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে বৃহস্পতিবারই এর খালাসের কার্যক্রম শুরু হবে।

এ জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স