Thikana News
১৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফিতে দায়িত্ব পালনে অস্বীকৃতি, ১০০ পুলিশ সদস্য বরখাস্ত

পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফিতে দায়িত্ব পালনে অস্বীকৃতি, ১০০ পুলিশ সদস্য বরখাস্ত ছবি : সংগৃহীত
২৯ বছর পর পাকিস্তান আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। তাই নিরাপত্তায় বেশ জোর দিয়েছে দেশটি। নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা-বাহিনী কাজ করছে। এরমধ্যে ঘটেছে এক অদ্ভুত ঘটনা। দীর্ঘ কর্ম-ঘণ্টার চাপে অতিষ্ঠ হয়ে ১০০ জনেরও বেশি পাকিস্তানি পুলিশ সদস্য তাদের নিরাপত্তা দায়িত্ব পালন করতে অস্বীকার করেন। পরে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বরখাস্ত হওয়া পুলিশের সদস্যরা পাঞ্জাব বিভিন্ন শাখার সঙ্গে যুক্ত ছিলেন। চ্যাম্পিয়নস ট্রফির জন্য ভ্রমণকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে নিরাপত্তা হুমকির বিষয়ে পাকিস্তান ইন্টেলিজেন্স ব্যুরো উচ্চ সতর্কতা জারি করার একদিন পর এই ঘটনাটি ঘটলো।

পাঞ্জাব পুলিশের এক কর্মকর্তা পিটিআইকে বলেন, 'লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম এবং নির্ধারিত হোটেলের মধ্যে ভ্রমণকারী দলগুলোর নিরাপত্তা প্রদানের জন্য পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তারা হয় অনুপস্থিত ছিলেন বা তাদের দায়িত্ব নিতে সরাসরি অস্বীকার করেছিলেন।'

পাঞ্জাবের আইজিপি উসমান আনোয়ার বিষয়টি আমলে নিয়ে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান ওই কর্মকর্তা। তিনি বলেন, 'আন্তর্জাতিক ইভেন্টের নিরাপত্তার ক্ষেত্রে অবহেলার কোনো সুযোগ নেই।'

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স