Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গণপিটুনি দিয়ে ফুটওভার ব্রিজে ঝুলিয়ে রাখল জনতা

ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গণপিটুনি দিয়ে ফুটওভার ব্রিজে ঝুলিয়ে রাখল জনতা
ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর উত্তরায় দুজনকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। পরে দড়ি দিয়ে তাদের বেঁধে ঝুলিয়ে রাখা হয়। ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।

উত্তরা পূর্ব থানার ওসি শামীম আহমেদ বলেন, ‌‌উত্তরার বিএনএস সেন্টারের সামনে ফুটওভার ব্রিজে দুজনকে ঝুলিয়ে রাখা হয়েছিল।

খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুজনের অবস্থা আশঙ্কাজনক। 
তাদের বেঁধে গণপিটুনির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, স্থানীয় লোকজনদের কেউ কেউ তাদের মারধর করেন।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের তাদের নিবৃত্ত করতে দেখা গেছে। কেউ কেউ এ দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করছিলেন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স