Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

ভারতীয় পরমাণু বিজ্ঞানী বিকাশ সিংহ মারা গেছেন

ভারতীয় পরমাণু বিজ্ঞানী বিকাশ সিংহ মারা গেছেন ভারতের বিশিষ্ট পরমাণু পদার্থবিজ্ঞানী বিকাশ সিংহ
ভারতের বিশিষ্ট পরমাণু পদার্থবিজ্ঞানী বিকাশ সিংহ মারা গেছেন। শুক্রবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

পরিবারিক সূত্রে এ খবর জানা গেছে। বিজ্ঞানী বিকাশের দেহ তার মিন্টো পার্কের বাড়িতে নেওয়া হয়েছে। 

২০১০ সালে ‘পদ্মভূষণ’ সম্মাননা পাওয়া এই পরমাণু বিজ্ঞানী ‘সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স’র প্রধান ছিলেন। পরমাণু গবেষণা ও বিজ্ঞান প্রতিষ্ঠানের প্রশাসক হিসেবে দেশে-বিদেশে সমাদৃত ছিলেন মুর্শিদাবাদের কান্দি রাজ পরিবারের এই সন্তান। তার বাবা বিমলচন্দ্র সিংহ ও দাদা অতীশ সিংহ ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী। 

বিকাশের জন্ম ১৯৪৫ সালে। প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক ডিগ্রি পাওয়ার পরে উচ্চতর পড়াশোনার জন্য ব্রিটেনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান তিনি। দেশে ফিরে যোগ দেন ‘ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার’ (বার্ক)-এ। গবেষণার পাশাপাশি নিরবচ্ছিন্নভাবে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান চেতনা প্রসারে কাজ করেছেন এই বিজ্ঞানী। 

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স