আজ অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নানা আয়োজনে দিনটি পালন করছে গোটা জাতি। মাতৃভাষা আন্দোলনের ৭৩ বছর পূর্ণ হলো আজ। রাজধানী ঢাকাসহ সারা দেশে যথাযোগ্য মর্যদায় দিবসটি পালিত হচ্ছে। সারা দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনগুলোর সংক্ষিপ্তসার তুলে ধরা হলো।
টাঙ্গাইল : বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের ধনবাড়ী ও মধুপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ধনবাড়ী উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
ধনবাড়ী উপজেলা প্রশাসন, ধনবাড়ী পৌর প্রশাসন, ধনবাড়ী থানা প্রশাসন, ফায়ার সার্ভিস, উপজেলা পরিষদ, ধনবাড়ী প্রেসক্লাব, পল্লী বিদুৎ বিভাগ, জাতীয় নাগরিক ঐক্য কমিটিসহ বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি—বেসরকারি প্রতিষ্ঠান, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনতা শহীদদের স্মরণে বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৮টায় ধনবাড়ী উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধনবাড়ী উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে দুপুরে বাদ জুমা নামাযের পর ধনবাড়ী উপজেলা মডেল মসজিদে সকল ভাষা শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
ফরিদপুরের বোয়ালমারীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। একুশের প্রথম প্রহরে বিভিন্ন সরকারি দপ্তর ও রাজনৈতিক নেতৃবৃন্দ শহীদ মিনারে আসেন। ফুলে ফুলে ভরে ওঠে বাঙালির শোক আর অহংকারের এই মিনার।
একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে অবস্থিত বোয়ালমারী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে সাতটায় প্রভাতফেরি শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভাষা শহীদ ও জুলাই গণ-অভ্যুত্থানের শহীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে দোয়া ও মোনাজাত করা হয়।
শরীয়তপুর : শরীয়তপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে রাত ১২টার আগেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রথম প্রহরে শহীদবেদীতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিন আহমেদ, পুলিশ সুপার নজরুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধারা। পরে জেলা বিএনপির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি শফিকুর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিন কালু।
কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে কবিতা, গান ও ছবিতে অমর একুশে পালন করা হয়েছে। আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটরিয়ামে অনুষ্ঠানমালার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে অংশগ্রহণ করে উপজেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তু্লে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।
এর আগে রাত ১২ টা ১ মিনিটে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, কুমারখালী থানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক পরিষদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা ও গান পরিবেশনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় অমর একুশে পালন করা হয়েছে।
এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধা জানান। রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
খাগড়াছড়ি : সারা দেশের মতো খাগড়াছড়িতেও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেছেন সর্বস্তরের মানুষ। ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন তারা।
একুশের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে প্রথমে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। পরে ধাপে ধাপে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার প্রমুখ।
গাইবান্ধা : একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা। পরে গোবিন্দগঞ্জ থানা, গোবিনন্দগঞ্জ উপজেলা বিএনপি, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাব, গোবিন্দগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডসহ নানা শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বিনম্র শ্রদ্ধায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।
শহীদ মিনারে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও : একুশের প্রথম প্রহরে ঠাকুরগাঁও সরকারি কলেজ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। একুশের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে সরকারি কলেজ শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা।
শ্রদ্ধা নিবেদন শেষে ঠাকুরগাঁ জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন, ‘যাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষা পেয়েছি। তাদের ঋণ আমরা কখনো ভুলবো না। আমরা আজকে ঠাকুরগাঁও সরকারি কলেজ শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেছি।’
ঠিকানা/এসআর