Thikana News
২২ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

‘খুব হতাশ’ ট্রাম্প, খনিজ সম্পদ চুক্তি করতে জেলেনস্কিকে চাপ

‘খুব হতাশ’ ট্রাম্প, খনিজ সম্পদ চুক্তি করতে জেলেনস্কিকে চাপ সংগৃহীত
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আলোচনার টেবিলে ফিরে আসতে হবে এবং দেশটির গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকারের বিষয়ে একটি চুক্তি করতে হবে। খবর বিবিসির। 
গত ১৯ ফেব্রুয়ারি (বুধবার) জেলেনস্কি তার দেশের বিরল খনিজ সম্পদের ভাগাভাগির জন্য চুক্তি করতে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ট্রাম্প বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে পরিমাণ সহায়তা দিয়েছিল, সেটিকে প্রতিফলিত করবে এই চুক্তি।

ওয়াল্টজ বলেন, এই সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘অগ্রহণযোগ্য’ অপমান করার পর হোয়াইট হাউস জেলেনস্কির প্রতি ‘খুব হতাশ’।
ইউক্রেনে লিথিয়াম ও টাইটানিয়ামসহ গুরুত্বপূর্ণ উপাদান এবং খনিজ পদার্থের বিশাল মজুত রয়েছে, সেইসঙ্গে প্রচুর কয়লা, গ্যাস, তেল ও ইউরেনিয়ামের মজুত রয়েছে, যার মূল্য কয়েক বিলিয়ন ডলার।

২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ওয়াল্টজ বলেন, ইউক্রেনের বিরল খনিজ সম্পদে মার্কিনিদের অংশীদারত্ব দেওয়া যেতে পারে—দেশটিকে যুক্তরাষ্ট্রের সহায়তার বিনিময়ে, এমনকি যে সহায়তা ইতোমধ্যে প্রদান করেছে, তার ক্ষতিপূরণ হিসেবেও।
হোয়াইট হাউসের এই নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘আমরা ইউক্রেনীয়দের সত্যিই একটি অবিশ্বাস্য ও ঐতিহাসিক সুযোগ উপহার দিয়েছি। এটি হবে টেকসই ও সর্বোত্তম নিরাপত্তার নিশ্চয়তা, যা নিয়ে ইউক্রেন আশাবাদী হতে পারে।’ তবে জেলেনস্কি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, ‘আমি আমাদের দেশ বিক্রি করতে পারব না।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জেলেনস্কিকে নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকার জন্য ‘স্বৈরশাসক’ হিসেবে আখ্যা দিয়েছেন। রাশিয়া আক্রমণ শুরু করার জন্যও ট্রাম্প তাকে দায়ী করেন। ইউক্রেনীয় ভোটারদের মধ্যে জেলেনস্কির জনপ্রিয়তা কমে গেছে বলেও দাবি করেন তিনি। এর জবাবে জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট মস্কোর তৈরি ‘বিভ্রান্তিকর তথ্যের জগতে বসবাস’ করছেন বলে মন্তব্য করেন। অপরদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ‘আলোচনার টেবিলের বাইরে কিছু নেই।’

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স