Thikana News
২২ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু বাংলাদেশের

হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু বাংলাদেশের ছবি সংগৃহীত
শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়। এরপর তাওহিদ হৃদয়ের দুর্দান্ত এক সেঞ্চুরি। এতে ২২৮ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। তবে দলটার নাম ভারত। তাই জয়ের জন্য এই রান যথেষ্ঠ ছিল না। শুভমান গিলের সেঞ্চুরিতে ভারতের কাছে ৬ উইকেটে হেরে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেখানে থেকে দলকে টেনে তোলেন জাকের আলী অনিক ও তাওহিদ হৃদয়।

তাদের ব্যাটে ভর করে ৪৯ ওভার ৪ বলে ২২৮ রানে অল আউট হয় বাংলাদেশ। ১১৪ বলে ৬৮ রান করেন জাকের। অন্যদিকে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন হৃদয়। করেন ১১৮ বলে ১০০ রান। ভারতের পক্ষে মোহাম্মদ শামি নেন ৫ উইকেট।

২২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাদামাটা বোলিংয়ের বিপক্ষে আক্রমণাত্মক শুরু করেন ভারতের দুই ওপেনার রোহিত ও গিল। তাতে ৮ ওভারেই দলীয় ফিফটি স্পর্শ করে ভারত।

তবে ইনিংসের দশম ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। দলীয় ৬৯ রানে ৩৬ বলে ৪১ রান করা রোহিত শর্মাকে সাজঘরে ফেরান এই টাইগার পেসার। এরপর ক্রিজে আসা বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন গিল।

তবে দলীয় ১১২ রানে কোহলিকে সাজঘরে ফেরান রিশাদ হোসেন। ৩৮ বলে ২২ রান করেন কোহলি। এরপর দ্রুতই আরও জোড়া উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। শ্রেয়াস আইয়ার ১৫ ও অক্ষর প্যাটেল ৮ রান করে আউট হন।

তবে ক্রিজে আসা লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন গিল। ১২৫ বলে সেঞ্চুরি তুলে নেন ভারতের এই ওপেনার। শেষ পর্যন্ত ২১ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় ভারত। রাহুল ৪৭ বলে ৪১ ও গিল ১২৯ বলে ১০১ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন নেন ২টি উইকেট। 

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স