Thikana News
২২ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

হৃদয়ের শতকেও স্বস্তি নেই, ২২৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

হৃদয়ের শতকেও স্বস্তি নেই, ২২৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ ছবি : সংগৃহীত
৩৫ রানে নেই ৫ উইকেট। এমন ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে টেনে তোলেন তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। তাদের ব্যাটে লড়াইয়ে ফেরে টাইগাররা। ফিফটি করে জাকের ফিরলেও দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন হৃদয়। তার সেঞ্চুরিতে ভর করে ২২৮ রানের লড়াকু পুঁজি পেয়েছে বাংলাদেশ।  

টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ৫ বল খেলে রানের খাতা খোলার আগেই মোহাম্মদ শামির বলে আউট হন ওপেনার সৌম্য সরকার। 

তার বিদায়ের পর ক্রিজে এসেই ইনিংসের দ্বিতীয় ওভারে সাজঘরে ফিরে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২ বলে খেলে রানের খাতা খুলতে ব্যর্থ হন তিনি। এতে শুরুতেই চাপে পড়ে টাইগাররা। 

এরপর মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন তানজিদ হাসান তামিম। তবে দলীয় ২৬ রানে ১০ বলে ৫ রান করে সাজঘরে ফিরে যান মিরাজ।

এরপর দলীয় ৩৫ রানে পর পর জোড়া উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তানজিদ তামিম ২৫ বলে ২৫ ও রানের খাতা খোলার আগে সাজঘরে ফিরে যান মুশফিকুর রহিম। 

এরপর জাকের আলী অনিককে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন তাওহিদ হৃদয়। দেখেশুনে খেলতে থাকেন এই দুই ব্যাটার। ভারতের বোলারদের সামলে ৮৭ বলে ফিফটি তুলে নেন জাকের। ১৫৪ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। 

তবে দলীয় ১৮৯ রানে ১১৪ বলে ৬৮ রান করে আউট হন জাকের। তার বিদায়ের পর ক্রিজে এসে খুব একটা সুবিধা করতে পারেননি রিশাদ হোসেন। ১২ বলে ১৮ রান করে ফিরে যান তিনি। আর তানজিম হাসান সাকিব ফিরে যান শূন্য হাতে।

তবে একপ্রান্ত আগলে ১১৪ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন হৃদয়। শেষ পর্যন্ত ৪৯ ওভার ৪ বলে ২২৮ রানে অলআউট হয় বাংলাদেশ। ১১৮ বলে ১০০ রান করেন হৃদয়। ভারতের পক্ষে মোহাম্মদ শামি নেন ৫টি উইকেট।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স