জিনাত সানু স্বাগতা। অভিনয়, গান, মডেলিং ও উপস্থাপনা নিয়ে একসময় নিয়মিত ছিলেন তিনি। এখন সংসার নিয়ে ব্যস্ততা তার। এবার তিনি ভক্তদের দিলেন নতুন সুখবর। মা হতে চলেছেন এই অভিনেত্রী। ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাতে ফেসবুকে নিজের বেবিবাম্পের বেশ কয়েকটি ছবি প্রকাশ করে ভক্তদের এই সুখবর দেন স্বাগতা।
এ বছরের জানুয়ারিতে স্বাগতা ও হাসান আজাদ দম্পতির প্রথম বিবাহবার্ষিকী । সে সময় রাজধানীর একটি কনভেনশন হলে তাদের বিবাহবার্ষিকীর আয়োজন হয়েছিল। তখনই জানা যায়, অন্তঃসত্ত্বা স্বাগতা।
এবার সেই জল্পনাকে সত্যি প্রমাণ করেই পরিবারে নতুন অতিথি আগমনের খবর জানালেন এই তারকা দম্পতি। এ ছাড়া ছবি প্রকাশের পর থেকেই ভালোবাসা ও শুভেচ্ছায় ভাসছেন স্বাগতা।
স্বাগতার স্বামী ড. হাসান আজাদ একজন লন্ডন প্রবাসী। তার জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী।
ঠিকানা/এএস 
                           
                           
                            
                       
     
  
 


 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
