Thikana News
২২ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

এমবাপের হ্যাটট্রিকে ম্যানসিটিকে বিদায় করে শেষ ষোলোয় রিয়াল  

এমবাপের হ্যাটট্রিকে ম্যানসিটিকে বিদায় করে শেষ ষোলোয় রিয়াল   ছবি : সংগৃহীত
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করলো রিয়াল মাদ্রিদ। দুই লিগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ফিরতি লিগে সান্তিয়াগো বার্নাব্যুতে কিলিয়ান এমবাপের দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলে জয় পায় লস ব্লাঙ্কোজরা।  

ম্যানসিটির ঘরের মাঠে প্রথম লেগে ৩-২ গোলের জয় নিয়ে ফিরেছিল রিয়াল মাদ্রিদ। ফিরতি লেগের আগে সিটির কোচ পেপ গার্দিওলা বলেছিলেন, 'মাত্র ১ ভাগ সম্ভাবনা নিয়ে বার্নাব্যুতে যাচ্ছি।' তার সেই শঙ্কা সত্যি হলো। সান্তিয়াগো বার্নাব্যুতে একক আধিপত্য দেখালেন ফরাসি তারকা এমবাপে।    

ম্যাচের প্রথমার্ধেই রিয়ালের সামনে কোনো চ্যালেঞ্জই তৈরি করতে পারেনি ম্যানসিটি। এমনকি, বিরতির আগে প্রতিপক্ষের গোলমুখে একটিও শট নিতে পারেনি তারা। গত বছরের সেই ভয়ংকর ম্যানসিটির বদলে এবার যেন তাদের ছায়া দলকেই দেখা গেল। ইনজুরির কারণে দলের প্রধান স্ট্রাইকার আরলিং হালান্ড খেলতে না পারায় আক্রমণে ধার কমে যায় সিটির।  

ম্যাচের মাত্র ৪ মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন এমবাপে। রুবেন ডিয়াজের ভুলে বল তার পায়ে চলে আসলে, দারুণ এক লবে সিটির গোলরক্ষক এডারসনকে পরাস্ত করেন তিনি।

৩৩ মিনিটে দ্বিতীয় গোল করেন এমবাপে। জসকো গার্দিওলকে কাটিয়ে বক্সের ভেতর থেকে নেওয়া শটে বল জড়ান জালে।  

এরপর একের পর এক আক্রমণ চালিয়ে গেলেও কয়েকটি সুযোগ হাতছাড়া করে রিয়াল। তবে ৬১তম মিনিটে আর কোনো ভুল করেননি এমবাপে। বাম পায়ের জোরালো শটে হ্যাটট্রিক পূরণ করেন এই ফরাসি তারকা।   

ম্যানসিটি ম্যাচের অন্তিম মুহূর্তে একটি স্বান্তনাসূচক গোল পায়। ৯০+২ মিনিটে নিকো গঞ্জালেজ গোল করলেও সেটি হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।  

এই হারে প্রথমবারের মতো গার্দিওলার কোচিং ক্যারিয়ারে কোনো দল শেষ ষোলোতে ওঠার আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ল।   

রিয়াল মাদ্রিদ শেষ ষোলোয় মুখোমুখি হতে পারে বায়ার লেভারকুসেন বা অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে। তবে তা নির্ভর করছে আগামী শুক্রবারের ড্রয়ের ওপর।  

রেকর্ড ১৬তমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হাতছানি লস ব্লাঙ্কোজদের সামনে।   

হ্যাটট্রিক করার পর কিলিয়ান এমবাপে বলেন, 'এটা ছিল একদম নিখুঁত রাত। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় উঠেছে, এটাই সত্যি। আমরা সবসময়ই ঘরের মাঠে শক্তিশালী এবং সমর্থকদের আনন্দ দিতে পেরে দারুণ লাগছে।'

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স