Thikana News
২২ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

সাবেক সেনাদের নতুন রাজনৈতিক দল আসছে

সাবেক সেনাদের নতুন রাজনৈতিক দল আসছে সংগৃহীত
এবার সাবেক সেনা কর্মকর্তাদের একাংশের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি চলছে। এই দলে সাবেক সেনা কর্মকর্তারা ছাড়াও আধাসামরিক, ব্যবসায়ী, সুধীসমাজের প্রতিনিধি, সাবেক আমলা, বিভিন্ন রাজনৈতিক দলের বঞ্চিত নেতা ও পেশাজীবীরা যোগ দেবেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন। দলটি গঠনে নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল। এরই মধ্যে এই দলের সাংগঠনিক ও প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সম্পাদক পদে রয়েছেন মেজর জেনারেল (অব.) ইবনে ফজল সায়েখুজ্জামান। সহ-সম্পাদক পদে রয়েছেন মেজর (অব.) দেলোয়ার হোসেন খান ও জাতীয় পার্টির সাবেক নেতা নুরুল কাদের সোহেল। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নতুন এই রাজনৈতিক দলের নাম এখনো ঠিক হয়নি। এ নিয়ে চিন্তা-ভাবনা চলছে।
জানা গেছে, কয়েক মাস ধরেই এই রাজনৈতিক দলটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে ব্যক্তিগত ও সামষ্টিকভাবে অসংখ্য বৈঠক ও আলোচনা সভা করেছেন প্রস্তাবিত এই দলটির আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল। দল গঠন ও পরিচালনার জন্য চারটি পর্যায়ের কমিটি কাজ করছে। এর মধ্যে থিংক ট্যাংক ও গঠনতন্ত্র প্রণয়ন কমিটি, উপদেষ্টা কমিটি, সংসদ সদস্য বাছাই কমিটি ও সাংগঠনিক পরিচালনা কমিটি। সাময়িকভাবে একটি সাংগঠনিক অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। গত ২ ফেব্রুয়ারি রাজধানীর ইসিবি চত্বরে টাওয়ার্স-৭১-এর কনভেনশন হলে এই দল গঠনের বিষয়ে একটি মতবিনিময় সভা করা হয়। সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ও সাবেক বেশ কয়েকজন সেনা কর্মকর্তা ছাড়াও শিক্ষার্থী ও পেশাজীবীদের দেড় শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। 
সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, ১৭০ জন সাবেক সামরিক কর্মকর্তা, চারজন সাবেক মন্ত্রী, ১৫ জন সাবেক সংসদ সদস্য, পাঁচজন সাবেক আমলা এবং ২০ জন দেশবরেণ্য সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আইনজীবী নতুন এই রাজনৈতিক দলে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এ ছাড়া দেশের শীর্ষ ১০ ব্যবসায়ী প্রতিষ্ঠানের কয়েকজন উদ্যোক্তা এই দলে যোগ দিতে পারেন। এমনকি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নেতৃত্ব দেওয়া ব্যবসায়ী নেতারা এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের পরীক্ষিত নেতাকর্মীরা যোগ দিতে পারেন বলে তারা আশা করছেন। তবে দলের গঠনপ্রক্রিয়া শেষ না হওয়ার কারণে সবার নামের তালিকা প্রকাশ করা হচ্ছে না। আইনগতভাবে গঠনপ্রক্রিয়া শেষে পূর্ণাঙ্গ কমিটিসহ তালিকা প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।
দলটির সংগঠকদের দাবি, তাদের এই প্রক্রিয়ায় যুক্ত করার জন্য বিমানবাহিনী ও নৌবাহিনীর সাবেক কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা চলমান রয়েছে। এ ছাড়া জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত অনেক সদস্য এই রাজনৈতিক প্ল্যাটফরমে যুক্ত হতে পারেন। এ বিষয়ে অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক মেজর জেনারেল (অব.) ইবনে ফজল সায়েখুজ্জামান বলেন, দলটির গঠনতন্ত্র প্রণয়নে কার্যক্রম পরিচালনা করছে ১০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি। সেখানে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন মেজর জেনারেল (অব.) এফ এম জাহিদ হোসেন ও ব্রি. জে. (অব.) মো. আবুল হাসেম। দলের সাংগঠনিক কমিটিতে আছেন মেজর (অব.) দেলোয়ার হোসেন খান, লে. কর্নেল (অব.) মো. মোয়াজ্জেম হোসেন। এ ছাড়া সার্বিক কার্যক্রম সমন্বয় করছেন মেজর জেনারেল (অব.) ইসমাইল ফারুক চৌধুরী, লে. জেনারেল (অব.) সাব্বির আহমেদ, লে. জেনারেল (অব.) এস এম মতিউর রহমান ও লে. জেনারেল (অব.) নাজিম উদ্দিন।
দলের আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল বলেন, ন্যায্যতাভিত্তিক বাংলাদেশ গঠনের উদ্দেশ্যে সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক, নিঃস্বার্থ ভালো মানুষদের নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শের ওপর ভিত্তি করে রাজনৈতিক দলটি পরিচালিত হবে। প্রাথমিকভাবে দলটি সাবেক সামরিক সদস্য সমর্থিত হলেও এখানে সব পেশাজীবীর সমন্বয় থাকবে। এই দলে বড় অংশজুড়ে নেতৃত্ব দেবে সমাজের তরুণ ও ছাত্ররা। খুব শিগগিরই জাতীয় সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণ করা হবে।
 

কমেন্ট বক্স