ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সাবেক এমপি মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজিকে ঘেরাও করে রেখেছেন শিক্ষার্থীসহ স্থানীয়রা। ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যা থেকে রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কেন্দ্র যশোর সদরের চাকলা ইউনিয়নের রুদ্রপুর এলাকায় তার নিজের পার্ক ‘শ্যামলছায়া’য় আটকে রাখা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এই সামরিক সচিবকে।
ঘটনাস্থল যশের শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামে।
রাত ১০টায় ঘটনাস্থলে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বেশকিছু নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ রয়েছেন শ্যামলছায়া পার্কের প্রধান ফটকে। ভেতরে রয়েছেন সেনা ও পুলিশের সদস্যরা। রাত ৯টার দিকে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালেও তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।
জাতীয় নাগরিক কমিটির সদর উপজেলা শাখার সংগঠক পরিচয় দিয়ে নুরুজ্জামান নামে একজন দাবি করেন, এখানে ফ্যাসিস্ট শেখ হাসিনার ডামি এমপি মিয়াজি আছেন জেনে তাদের সংগঠনের সদস্য আমান উল্লাহসহ আট জন শ্যামলছায়া পার্কে যান। কিন্তু তাদের চাঁদাবাজ আখ্যা দিয়ে মারধর করে পার্কের লোকজন। এই খবর পেয়ে লোকজন জড়ো হয়ে পার্ক ঘিরে স্লোগান দিতে থাকেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান এবং নাগরিক কমিটির প্রতিনিধি নুরুজ্জামান বলেন, যশোরে বিএনপির বড় সমাবেশের সুযোগে সালাহউদ্দিন মিয়াজি সেফ এক্সিটের চেষ্টা করছিলেন। ওই সময় ছাত্র প্রতিনিধি ও গ্রামবাসী তার গাড়ি অবরোধ করে। এরপর সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে গাড়িটি তার পার্কে নিয়ে যায়। সেখানে প্রায় সাড়ে চার ঘণ্টা অবরুদ্ধ আছেন মিয়াজি।
ঠিকানা/এএস 
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
