Thikana News
২২ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

কানাডায় অবতরণের সময় উল্টে গেলো বিমান, আহত ১৮ 

কানাডায় অবতরণের সময় উল্টে গেলো বিমান, আহত ১৮  সংগৃহীত
কানাডার টরেন্টো বিমানবন্দরে স্থানীয় সময় ১৭ ফেব্রুয়ারি (সোমবার) ৮০ জন আরোহী নিয়ে ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান অবতরণের সময় উল্টে গেছে। এতে অন্তত ১৭ জন আহত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনও প্রাণহানির রিপোর্ট পাওয়া যায়নি। খবর এএফপির। 
প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটিতে ৭৬ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন। বিমানটি যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস থেকে উড্ডয়ন করেছিল।

প্যারামেডিক পরিষেবা এএফপি'কে বলেছে, আহত ১৭ জনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এদের মধ্যে একজন শিশু, ৬০ বছর বয়সী এক পুরুষ এবং ৪০ বছর বয়সী এক নারী রয়েছে। তবে ডেল্টা জানিয়েছে, আহতের সংখ্যা ১৮ জন। আহত সকলকেই অ্যাম্বুলেন্স বা হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সিবিসি টেলিভিশনের খবরে বলা হয়েছে, অবতরণের সময় বিমানটি উল্টে যায়। তবে বিমানে বিস্ফোরণ হয়নি। 

কানাডার পরিবহনমন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, তিনি গুরুতর এই ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তবে বিমানটি ঠিক কী কারণে এমন দুর্ঘটনার কবলে পড়ল-সেই সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু বলা হয়নি। 

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স