Thikana News
২২ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
নাহিদ-আখতারের নেতৃত্বে ২৫ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ

ছাত্রদের নতুন দল গঠনের আগেই ঐক্যে ফাটল 

শীর্ষ পদ নিয়ে মতানৈক্য * জুনায়েদের নেতৃত্বে আসতে পারে আরও একটি দল 
ছাত্রদের নতুন দল গঠনের আগেই ঐক্যে ফাটল  ফাইল ছবি
গেল কয়েক মাস ধরে ঘুরেফিরে আলোচনায় আসছিল জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ, অবশেষে আগামী ২৫ ফেব্রুয়ারি ঘোষণা আসার কথা চলছে তারুণ্যনির্ভর নতুন দলটির। তবে আত্মপ্রকাশের আগেই অভ্যন্তরীণ কোন্দলের মুখে পড়েছে দলটি। শীর্ষ পদ নিয়ে মতানৈক্যের জেরে বিভক্ত ছাত্ররা। ফলাফল দুইটি নতুন দলের আত্মপ্রকাশের সম্ভাবনা তৈরি হয়েছে। 
জানা যায়, নতুন দলে উপদেষ্টা নাহিদ ইসলাম আহ্বায়ক বা সভাপতি হবেন, এটি অনেকটাই নিশ্চিত। তবে দ্বিতীয় শীর্ষ পদ সদস্য সচিব বা সাধারণ সম্পাদকের পদ নিয়ে তৈরি হয়েছে মতানৈক্য। পদটি নিয়ে কয়েকটি পক্ষ তৈরি হয়েছে, যা গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট হয়েছে। নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদের অনুসারীরা বিভিক্ত হয়ে পড়েছেন এই পদ ঘিরে। যদিও নাহিদ আহ্বায়ক, আখতারকে সদস্য সচিব, সারজিস আলমকে মুখ্য সংগঠক ও হাসনাত আব্দুল্লাহকে মুখপাত্র ঘোষণার বিষয়টি অনেকটায় নিশ্চিত হয়ে গেছে। ফলে জুনায়েদ ও যুগ্ম সদস্য সচিব সালমান রিফাতের নেতৃত্বে নতুন দল গঠনের গুঞ্জন তৈরি হয়েছে। 
জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানান, মূলত তিনটি ধারায় বিভিক্ত হয়ে পড়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাদের মধ্যে বড় অংশটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পরিচিতি পাওয়া নেতারা, যাদের মূল ছাত্র অধিকার পরিষদ ও গণতান্ত্রিক ছাত্রশক্তি। এই অংশটি মূলত ডাকসুর সাবেক সমাজকল্যাণ বিষয়ক আখতারকে নেতা হিসেবে চান। অপর অংশটি ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতারা। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি জুনায়েদকে নেতা হিসেবে চাচ্ছিলেন। মূলত এই অংশটিই নতুন দল গঠন করতে পারে। 
যদিও অপর একটি সূত্র বলছে, নাগরিক কমিটির নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী উপদেষ্টা মাহফুজ আলম চান নাসীরউদ্দীন নতুন দলের সদস্য সচিব হন। ছাত্রশক্তি থেকেও আখতারকে চায় না। এর কারণ হিসেবে তিনি বলেন, উপদেষ্টা মাহফুজ আলম তাকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন না। তবে যে যাই বলুক, মাহফুজ এখানকার ব্রেইন। নাহিদ প্রধান হোক। কিন্তু আখতারকে সেকেন্ড ইন কমান্ডে না রাখলে সেটা গ্রহণযোগ্য হবে না। তার প্রতি অন্যায় হবে। এছাড়া বামধারা থেকে আসা নেতারা অনিক রায়কে নেতা হিসেবে চেয়েছিলেন। 
জাতীয় নাগরিক কমিটির একজন সদস্য জানান, যেহেতু নতুন রাজনৈতিক দলটি অন্তর্ভুক্তিমূলক হতে চায়, তাই বিভিন্ন মতের মানুষও এর অংশ। শিবির চায় তার সাবেক নেতারা নেতৃত্বের ভূমিকায় আসুক। বামপন্থিরা প্রথমে আখতারকে দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের কারণে নেতা হিসেবে চাইলেও এখন আর তাকে সমর্থন করে না। নাগরিক কমিটি গত কয়েক সপ্তাহে এই বিষয়টি নিয়ে একাধিক বৈঠক করলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। সূত্র জানায়, শিবির নেতৃত্বাধীন অংশটি জুনায়েদকে নতুন রাজনৈতিক দলের সদস্য সচিব এবং শীর্ষ ১০টি পদের মধ্যে কমপক্ষে চারটি পদ দাবি করেছে। এমনকি দাবি মানা না হলে জাতীয় নাগরিক কমিটি ত্যাগ করে নতুন করে সংগঠন তৈরির হুমকিও দিয়েছেন তারা। অন্যান্য গুরুত্বপূর্ণ নীতিনির্ধারকদের কাছ থেকে ‘ইতিবাচক সংকেত’ না পাওয়ায়, রোববার বিকালে তাদের কার্যালয়ে প্ল্যাটফর্মের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠক বয়কট করেছে তারা। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কয়েকজন ছাত্র নেতাকে সরব হতে দেখা গেছে। এমনকি উপদেষ্টা আসিফ মাহামুদ ও সালমান রিফাতের ফেসবুকে বাক বিতন্ডাও ব্যাপক রহস্যের জন্ম দেয়। 
সবশেষ গতকাল নাহিদ আহ্বায়ক, আখতারকে সদস্য সচিব, সারজিস আলমকে মুখ্য সংগঠক ও হাসনাত আব্দুল্লাহকে মুখপাত্র ঘোষণার বিষয়টি অনেকটায় নিশ্চিত হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমেও অনেককে পোস্ট দিতে দেখা গেছে। এদিকে একটি সূত্র বলছে, জুনায়েদের নেতৃত্বে অপর অংশটি নতুন রাজনৈতিক দল গঠনের কথা ভাবছে। আবার তারা মজিবুর রহমান মঞ্জুর আমার বাংলাদেশ পার্টিতেও যোগ দিতে পারেন। 
জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিভিন্ন মত ও পথের মানুষ যেন ঐক্যবদ্ধ থাকতে পারি সেজন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি। দলটি হবে মধ্যমপন্থি। বাংলাদেশের তরুণ প্রজন্মই আমাদের টার্গেট পপুলেশন। তরুণদের আকাক্সক্ষা পূরণের জন্যই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গঠিত হবে নতুন দল।


 

কমেন্ট বক্স