Thikana News
২২ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

‘বৈষম্যমুক্ত দেশ গড়তে রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে’

‘বৈষম্যমুক্ত দেশ গড়তে রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে’ ছবি : সংগৃহীত
বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ‘রাজনৈতিক স্বাধীনতা না পেলে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা যাবে না। রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হলে ভোটের অধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে।’ ১৭ ফেব্রুয়ারি (সোমবার) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত চব্বিশের গণ-অভ্যুত্থানে আহত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ফটোসাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় তারেক রহমান এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘জনগণের প্রত্যক্ষ প্রতিনিধি ছাড়া কোনো সংস্কার কার্যক্রম বাস্তবায়ন সম্ভব নয়। কারণ যাদের সঙ্গে জনগণের সরাসরি সম্পৃক্ততা আছে তারাই শুধু জনগণের কথা তুলে ধরতে পারবেন। তারাই শুধু আকাঙ্ক্ষা অনুযায়ী সামগ্রিকভাবে দেশকে সামনের দিকে পরিচালনা করতে সক্ষম হবেন।’

তিনি বলেন, ‘যে দেশের মধ্যে মানুষের মৌলিক অধিকার থাকবে, এমন একটি দেশ মানুষের প্রত্যাশা।

১৫ বছর ক্ষমতা কুক্ষিগত করে, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত না করে অন্য দেশের নাগরিকদের স্বার্থ হাসিলে কাজ করা হয়েছিল।’
দেশটা সবার, একক কারো নয়, যা প্রমাণ করেছে জুলাই বিপ্লবের মানুষের ঢল উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘জুলাই-আগস্টের কয়েক সপ্তাহের হত্যাকাণ্ডই প্রমাণ করে ১৫ বছর কী পরিমাণ গুম-খুন চালিয়েছে আওয়ামী লীগ।’

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেন, ‘আওয়ামী লীগ ও শেখ হাসিনা সবাই অনুশোচনাহীন। আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের কোনো চিহ্নই রাখবে না।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স