Thikana News
২৩ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

আইএমএফ ঋণের চতুর্থ কিস্তির অর্থ মার্চে পাওয়া যাচ্ছে না : অর্থ উপদেষ্টা

আইএমএফ ঋণের চতুর্থ কিস্তির অর্থ মার্চে পাওয়া যাচ্ছে না : অর্থ উপদেষ্টা ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তির অর্থ এখনই পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, চতুর্থ এবং পঞ্চম দুই কিস্তির অর্থ জুন মাসে একসঙ্গে ছাড় হতে পারে। ১৭ ফেব্রুয়ারি (সোমবার) ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের একটি অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তির ৬৪ কোটি ৫০ লাখ ডলার ছাড় পিছিয়ে যাচ্ছে।

মার্চ মাসের পরিবর্তে আগামী জুনে চতুর্থ কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাব সংস্থাটির নির্বাহী পর্ষদের সভায় উপস্থাপন করা হতে পারে।
অর্থ উপদেষ্টা বলেন, “মার্চে না আমরা বলেছি, আমরা একটু অপেক্ষা করবো। দুইটা একসাথে হলে ভালো হয়। আমরা তাদের বলেছি, কিছু কিছু শর্ত আছে ইমিডিয়েটলি আমরা করতে পারবো না।

ওরাও সাজেস্ট (পরামর্শ) করেছে, আমরাও সাজেস্ট করেছি।”
আইএমএফের কাছ থেকে এই ৪৭০ কোটি ডলারের ঋণ পাওয়ার জন্য আর্থিক খাতে নানা ধরনের সংস্কারের শর্ত পূরণ করতে হচ্ছে বাংলাদেশকে। এর মধ্যে চতুর্থ কিস্তিতে অর্থ পেতে শর্ত ছিল চারটি।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স