ঢাকার প্রাণকেন্দ্র পল্টনে অবস্থিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এটি ‘জাতীয় স্টেডিয়াম’ নামে পরিচিত হবে। ১৫ ফেব্রুয়ারি (শনিবার) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে স্টেডিয়ামটি ‘ঢাকা স্টেডিয়াম’ নামে পরিচিত ছিল। ১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকারের আমলে এর নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম করা হয়। ১৯৫৪ সালে নির্মিত এই স্টেডিয়াম বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। রাষ্ট্রীয় অনেক ক্রীড়া অনুষ্ঠানও এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
এক সময় এই স্টেডিয়ামে ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হতো। ২০০০ সালে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ এখানেই খেলেছিল। পরে ক্রিকেট ভেন্যু হিসেবে এটি ব্যবহৃত না হলেও বর্তমানে এটি ফুটবল ও অ্যাথলেটিকসের জন্য ব্যবহৃত হচ্ছে।
এখানে বাংলাদেশ ক্রিকেট দল তাদের প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল ভারতের বিপক্ষে এবং অবিভক্ত পাকিস্তান দলও তাদের প্রথম টেস্ট ম্যাচ এখানে ভারতের বিপক্ষে খেলেছিল। ২০০৫ সালের ১ মার্চ পর্যন্ত স্টেডিয়ামটি বাংলাদেশ ক্রিকেট দলের নিজস্ব মাঠ হিসেবে ব্যবহৃত হয়।
প্রায় ৩৬,০০০ দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে মোট ১৭টি টেস্ট এবং ৫৮টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে এটি ফুটবল প্রধান মাঠ হিসেবে ব্যবহৃত হয়, যেখানে ২০০৩ সাফ গোল্ড কাপ, ২০০৯ এবং ২০১৮ সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে।
নাম পরিবর্তনের ফলে এর ব্যবহারে কোনো পরিবর্তন আসবে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু স্টেডিয়ামের নাম বদল করেছে। উপজেলা পর্যায়ে ১৫০টি স্টেডিয়ামের নাম বদল হয় ১২ ফেব্রুয়ারি। আগে এগুলো ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’ নামে পরিচিত ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট উপজেলার নামে এগুলোর নামকরণ করা হয়েছে।
দেশের বিভিন্ন স্থাপনার মতো ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনাও বিদায়ী সরকার প্রধানের পরিবারের বিভিন্ন সদস্যের নামে ছিল। অন্তর্বর্তীকালীন সরকার ক্রীড়াঙ্গনে কোনো স্থাপনার নাম ওই পরিবারের নামে না রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তারই ধারাবাহিকতায় উপজেলা পর্যায়ে স্টেডিয়ামের নাম পরিবর্তনের পর এবার দেশের প্রধান স্টেডিয়ামের নামও বদল করা হলো।
ঠিকানা/এএস 
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
