Thikana News
২২ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

নিষ্প্রভ মেসি-সুয়ারেজ, শেষটা ভালো হলো না মায়ামির

নিষ্প্রভ মেসি-সুয়ারেজ, শেষটা ভালো হলো না মায়ামির ছবি : সংগৃহীত
প্রাক-মৌসুমে রীতিমতো উড়ছিল মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামি। টানা চারটি ম্যাচ জিতেছে লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের দল। তবে জয় দিয়ে প্রাক-মৌসুম শেষ করতে পারলেন না তারা। শেষ ম্যাচে এসে আজ বাংলাদেশ সময় শনিবার ভোরে ওরলান্ডো সিটি এসসি’র বিপক্ষে ২-২ গোলে ড্র করল মায়ামি।

ড্র করলেও শেষ মুহূর্তে গিয়ে হারের মুখ থেকে বেঁচে ফিরেছে মায়ামি। যোগ করা সময়ে গোল দিয়ে মায়ামিকে হারের লজ্জা থেকে বাঁচান ফাফা পিকোল্ট। মাঠে এদিন কোনো প্রভাব বিস্তার করতে পারেননি দলের সবচেয়ে বড় দুই তারকা মেসি ও সুয়ারেজ। 

প্রাক-মৌসুমের ম্যাচ হলেও এদিন মাঠে হাজির হয়েছিলেন প্রায় ৪২ হাজারের মতো দর্শক। তবে তাদের হতাশ করেছেন মেসি-সুয়ারেজরা। ম্যাচে প্রথম গোল আদায় করে ওরলান্ডো। ম্যাচের ১৫তম মিনিটে গোল দেন দলটির মার্টিন ওজেদা। সমতা আনতে অবশ্য বেশি দেরি হয়নি মায়ামির। ২২ মিনিটে গোল দেন মেসিদের সতীর্থ তাদিও আলেন্দে। 

৩৯ মিনিটের দিকে গোলের একটি সুবর্ণ সুযোগ পেয়েও ব্যর্থ হয়। মার্কো প্যাসালিকের দুর্দান্ত একটি শট রুখে দেন মায়ামির গোলরক্ষক অস্কার উস্তারি। তবে প্রথমার্ধের পর দুর্দান্ত সব আক্রমণের পসরা সাজায় ওরলান্ডো। দলটি দ্বিতীয় গোল পায় ম্যাচের ৫৪তম মিনিটে। কাছে থেকে বল জালে জড়ান রোমারিও এনরিক। পিকোল্ট মায়ামিকে হারের মুখ থেকে বাঁচান ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে। ম্যাচে কিছু কিছু সময়ে ঝলক দেখিয়েছেন মেসিও, তবে ব্যবধান তৈরি করতে পারেননি। দুটি ফ্রি-কিক নিলেও তা জাল খুঁজে পায়নি। 

আজকের আগে মায়ামি যে ম্যাচগুলো জিতেছে তার সবকয়টি মেক্সিকান এবং মধ্য আমেরিকান প্রতিপক্ষের বিরুদ্ধে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স