Thikana News
২২ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রে হামলার অভিযোগ প্রত্যাখ্যান রাশিয়ার

ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রে হামলার অভিযোগ প্রত্যাখ্যান রাশিয়ার ছবি : সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার দাবি করেন, রাশিয়ার একটি ড্রোন তাদের চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের ধ্বংসপ্রাপ্ত চতুর্থ ইউনিটের সুরক্ষা কাঠামোতে আঘাত হেনেছে। যার ফলে মারাত্মক ক্ষতি হয়েছে।

তবে ক্রেমলিন জেলেনস্কির এই অভিযোগকে ‘উস্কানি’ বলে উড়িয়ে দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘রুশ সামরিক বাহিনী এমন কিছু করেনি। এটা সম্ভবত কিয়েভ সরকারের আরেকটি প্ররোচনা’।

তিনি আরও বলেন, এ ধরনের উস্কানি কিয়েভ সরকার প্রায়ই দিয়ে থাকে।এমনকি কখনো কখনো এমনটি করা থেকে তারা সরে আসে না।

তবে ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রে এই হামলার ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন জার্মানির মিউনিখে বৈশ্বিক নিরাপত্তা সম্মেলন চলছে এবং সেখানে মার্কিন, ইউক্রেনীয় ও ইউরোপীয় কর্মকর্তারা ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করছেন।

হামলার পরবর্তী অবস্থা

মিউনিখ সম্মেলন থেকে জেলেনস্কি জানিয়েছেন, ড্রোন হামলার কারণে চেরনোবিল এনপিপির সুরক্ষা কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।সেখানকার আগুন নিভিয়ে ফেলা হয়েছে। 

সেই সঙ্গে তিনি এই হামলাকে ‘বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি’ বলে বর্ণনা করেছেন এবং উল্লেখ করেছেন যে এই সুরক্ষা কাঠামোটি আন্তর্জাতিক সহযোগিতায় নির্মিত হয়েছিল।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান

জেলেনস্কি এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়কে রাশিয়ার ওপর আরও চাপ সৃষ্টি করতে আহ্বান জানান।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, যারা মানবতার প্রকৃত নিরাপত্তাকে গুরুত্ব দেয়, তাদের সবাইকে একত্রিত হয়ে আগ্রাসী শক্তির বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে হবে। রাশিয়াকে অবশ্যই তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে।

এদিকে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) জানিয়েছে,  হামলার পরও চেরনোবিল পারমাণবিক কেন্দ্রে এখন পর্যন্ত বিকিরণের মাত্রা স্বাভাবিক রয়েছে এবং এটি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।সূত্র: রয়টার্স ও আনাদোলু

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স