Thikana News
২২ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

গুরুত্বপূর্ণ ম্যাচে জিততে পারেনি ব্রাজিল-আর্জেন্টিনা কেউই, কঠিন হলো সমীকরণ

গুরুত্বপূর্ণ ম্যাচে জিততে পারেনি ব্রাজিল-আর্জেন্টিনা কেউই, কঠিন হলো সমীকরণ ম্যাচটা ড্র হয়েছে ১–১ গোলে। ছবি : সংগৃহীত
দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। জিতলেই শিরোপা—এমন সমীকরণ নিয়েই ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে মাঠে নামে দুই দল। গ্রুপ পর্বে ব্রাজিলকে ৬–০ গোলে হারানোয় এই ম্যাচে ফেবারিট ভাবা হচ্ছিল আর্জেন্টিনাকেই।

টুর্নামেন্টটির সর্বোচ্চ চ্যাম্পিয়ন ব্রাজিলের জন্য এই ম্যাচটা ছিল প্রতিশোধের। যদিও শেষ পর্যন্ত সেই সুযোগ কাজে লাগাতে পারেনি প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার বিপক্ষে চেষ্টা করেও জিততে পারেনি তারা।

তবে গ্রুপ পর্বের মতো হারের তিক্ততা নিয়েও মাঠ ছাড়তে হয়নি ব্রাজিলকে। ম্যাচটা ড্র হয়েছে ১–১ গোলে। আর ড্র হওয়ার কারণে শিরোপা নির্ধারণও অমীমাংসিত রয়ে গেল। এখন শেষ ম্যাচের ফল দিয়েই নির্ধারিত হবে শিরোপা। 

প্রতিযোগিতার শেষ ম্যাচে ১৬ ফেব্রুয়ারি (রবিবার) ব্রাজিল খেলবে চিলির বিপক্ষে এবং আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। আজকের ড্রয়ের পর ব্রাজিলের পয়েন্ট ৪ ম্যাচে ১০। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আর্জেন্টিনা।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স