Thikana News
২২ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

‘লামিনে সবাইকে ছাড়িয়ে যাবে, এমনকি মেসিকেও’

‘লামিনে সবাইকে ছাড়িয়ে যাবে, এমনকি মেসিকেও’ ছবি : সংগৃহীত
ফুটবল প্রতিভার আতুঁড়ঘর বলা হয় ‘লা মাসিয়াকে’। বার্সেলোনার যুব একাডেমি থেকে ফুটবল পাঠ নিয়ে আজ বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। বিশ্বমঞ্চে যার কীর্তি কারো অজানা নয়। আর্জেন্টাইন অধিনায়কের মতোই এখন আরেকজনকে ভাবা হচ্ছে।

তিনিও বার্সেলোনার ‘ডিএনএ’ লা মাসিয়া থেকে উঠে আসা ‘রত্ন’ লামিনে ইয়ামাল।
যিনি ইতিমধ্যেই নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। মুখায়ব থেকে কৈশোরের ছাপ মুছে যাওয়ার আগেই বেশ কিছু রেকর্ডও নিজের করে নিয়েছেন বিস্ময়বালক লামিনে। সামনে আরো অনেক কিছুই অপেক্ষা করছে।

তার প্রতিভা দেখে এখন থেকেই অনেকে পূর্বসূরি মেসির সঙ্গে তুলনা করছেন। তবে বার্সেলোনার স্কাউট আন্দ্রে মানচিনি শুধু তুলনায় চোখ রাখছেন না, আগামীতে মেসিকেও ছাড়িয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।

বার্সেলোনার হয়ে ১৫ বছর বয়সে অভিষেক হওয়া লামিনেকে নিয়ে এমনই উচ্চাশা প্রকাশ করেছেন ইতালির বিখ্যাত কোচ রবার্তো মানচিনির ছোট ছেলে আন্দ্রে মানচিনি। গোল্ডেন বয় ও ইউরো জেতা লামিনেকে নিয়ে ইতালিয়ান সংবাদ মাধ্যম গাজেত্তা দেলো স্পোর্তকে বার্সেলোনার স্কাউট বলেছেন, ‘আমি নতুন একজন লামিনেকে খুঁজছি।

ক্লাবের চ্যালেঞ্জ হলো প্রতি বছর সিনিয়র দলের জন্য ৪ থেকে ৫ জন খেলোয়াড় বের করা। প্রতি বছর চ্যালেঞ্জটা নিতে হবে। লামিনের দিকে তাকান, এটা বলা সহজ। কিন্তু সে তিন বছর ধরে এখানে (মূল দল) আছে। সে সবাইকে ছাড়িয়ে যাবে, এমনকি মেসিকেও।

১৭ বছর বয়সে অনেক কিছুই নামের পাশে বসিয়েছেন লামিনে। বার্সেলোনার সঙ্গে লা লিগা জয়ের সঙ্গে জিতেছেন ইউরোও। ব্যক্তিগত পুরস্কার হিসেবে জিতেছেন ইউরোর উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার, ২০২৪ গোল্ডেন বয়, কোপা ট্রফিসহ আরো অনেক কিছু।

আগামীতে লামিনের মতোই ফুটবল মাতাবেন বলে এমন একজনকে চোখে ধরেছে আন্দ্রে আনচিনির। ১৬ বছরের সেই তরুণ হচ্ছেন টনি ফার্নান্দেজ। মানচিনি বলেছেন, ‘মূল দলে সুযোগ পাওয়ার জন্য যারা লাইনে আছে তাদের মধ্যে একজনের নাম বলতে হলে টনি ফার্নান্দেজকে বেছে নেব। ১৬ বছর বয়সী তারকা ইতিমধ্যে দলের সঙ্গে যুক্ত হয়েছে এবং চ্যাম্পিয়ন হতে তার মধ্যে সবকিছুই আছে।’

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স