Thikana News
২২ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

মেয়র অ্যাডামসের বিরুদ্ধে ডিওজের দুর্নীতির অভিযোগ প্রত্যাহারের আহ্বান

মেয়র অ্যাডামসের বিরুদ্ধে ডিওজের দুর্নীতির অভিযোগ প্রত্যাহারের আহ্বান সংগৃহীত
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার বিভাগ ম্যানহাটনের ফেডারেল প্রসিকিউটরদের নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে।
গত ১০ ফেব্রুয়ারি সোমবার একাধিক আউটলেট জানায়, মামলা প্রত্যাহারের মেমোটি ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমিল বোভ পাঠিয়েছেন। এতে বলা হয়, প্রসিকিউটরদের ডেমোক্র্যাট অ্যাডামসের ঘুষ, জালিয়াতি ও প্রচারাভিযানে অবৈধ বিদেশী অনুদানের জন্য অভিযুক্ত করা অভিযোগগুলো ‘খারিজ করার নির্দেশ’ দেওয়া হয়েছে। আগামী বসন্তে মামলাটির বিচার হওয়ার কথা ছিল।
নিউইয়র্ক টাইমস জানায়, বোভ বলেছেন যে মামলাটি সময়োপযোগী নয় এবং নভেম্বরে নিউইয়র্কের মেয়র নির্বাচনের পরে অভিযোগটি পুনর্বিবেচনা করা হবে। এই নির্বাচনে অ্যাডামস পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন। বোভের মেমোয় মামলার যোগ্যতা সম্পর্কে মন্তব্য করা হয়নি বলে জানা গেছে। 
অ্যাসোসিয়েটেড প্রেস অনুসারে, বোভ আরও বলেছেন যে মুলতুবি প্রসিকিউশন অ্যাডামসের ‘অবৈধ অভিবাসন ও সহিংস অপরাধের প্রতি পূর্ণ মনোযোগ এবং সংস্থান দেওয়ার ক্ষমতাকে সীমাবদ্ধ করেছে যা পূর্বের প্রশাসনের নীতির অধীনে বেড়েছিল।’
অ্যাডামস সম্প্রতি ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির প্রশংসা করেছেন, যার মধ্যে দেশব্যাপী ব্যাপক নির্বাসন প্রচেষ্টা অন্তর্ভুক্ত রয়েছে।
দায়িত্ব নেওয়ার আগে ট্রাম্প বলেছিলেন, তিনি দোষী সাব্যস্ত হলে অ্যাডামসকে ক্ষমা করার কথা বিবেচনা করবেন। ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি তার সঙ্গে খুব অন্যায় আচরণ করা হয়েছে।’
অ্যাডামস গত মাসে মার-এ-লাগোতে ট্রাম্পের সাথে দেখা করেন এবং তার অভিষেক অনুষ্ঠানে যোগ দেন। 
 

কমেন্ট বক্স