Thikana News
২২ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

অন্য ক্লাব আগ্রহ দেখালেও রিয়ালেই থাকতে চান রদ্রিগো

অন্য ক্লাব আগ্রহ দেখালেও রিয়ালেই থাকতে চান রদ্রিগো রদ্রিগো, ফাইল ছবি।
রিয়াল মাদ্রিদের অন্যতম প্রাণভোমরা রদ্রিগো। তাকে কেনার জন্য আগ্রহ দেখাচ্ছে অন্য ক্লাব। বিশেষ করে সৌদি আরবের ক্লাবগুলো থেকে তাকে নিতে লোভনীয় অর্থের প্রস্তাব দিয়েছে। কিন্তু রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড সাফ জানিয়ে দিয়েছেন, স্প্যানিশ জায়ান্টদের সঙ্গেই থাকতে চান তিনি। 

সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ৩১ ম্যাচে ১২ গোল করেছেন রদ্রিগো। অ্যাসিস্টও করেছেন ৮টি। স্বাভাবিকভাবেই তার মতো তারকাকে দলে নিতে চাইবে যে কেউ। কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সাংবাদিকদের বলেছেন, ‘সৌদি আরবের ক্লাবগুলোর প্রস্তাবের যে শর্ত আছে, সেটা দেখভালের কাজ মূলত আমার বাবার। যিনি আমার এজেন্ট। আমি এ বিষয়ে বিস্তারিত কিছুই জানি না। তবে অন্য ক্লাবগুলোর আগ্রহের জন্য আমি কৃতজ্ঞ।’

অন্য ক্লাব আগ্রহ দেখালেও রদ্রিগো স্পষ্ট জানিয়েছেন, তিনি আসলে রিয়ালেই ভীষণ ভালো আছেন, ‘আমি এখানেই ভীষণ খুশি। অনেক দিন ধরে আছি। সব সময় বলি, চ্যাম্পিয়ন্স লিগে এই জার্সি পরে খেলা আমার জন্য বিশেষ কিছু।’

রিয়ালে রদ্রিগোর বর্তমান চুক্তি ২০২৮ সাল পর্যন্ত। জানুয়ারির দলবদলে সবচেয়ে বেশি খরচ করা শীর্ষ পাঁচ দেশের তালিকায় ছিল জার্মানি (২৯৫.৭ মিলিয়ন ডলার), ইতালি (২২৩.৮ মিলিয়ন ডলার), ফ্রান্স (২০৯.৭ মিলিয়ন ডলার) এবং সৌদি আরব (২০২.১ মিলিয়ন ডলার)।

নেইমার আল-হিলাল ছেড়ে সান্তোসে ফিরে গেছেন। আর কলম্বিয়ান ফরোয়ার্ড জন দুরান অ্যাস্টন ভিলা থেকে সৌদি ক্লাব আল-নাসরে ৭৯.৯৭ মিলিয়ন ডলারে যোগ দিয়ে মধ্য-মৌসুমের সবচেয়ে দামী খেলোয়াড় হয়েছেন।

মঙ্গলবার রিয়াল মাদ্রিদ তাদের চ্যাম্পিয়ন্স লিগের নকআউট প্লে-অফের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে। কারণ নতুন ফরম্যাটে উভয় দলই সরাসরি শেষ ষোলোতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স