Thikana News
২৩ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

সেই আর্জেন্টিনাকে টপকে শীর্ষে ব্রাজিল

সেই আর্জেন্টিনাকে টপকে শীর্ষে ব্রাজিল ছবি : সংগৃহীত
সাউথ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল ব্রাজিল। ফাইনাল রাউন্ডে এসে দাপট দেখাচ্ছে জুনিয়র সেলেসাও বাহিনী। আর্জেন্টিনার সঙ্গে পাল্লা দিয়ে সবার উপরে অবস্থান করছে তারা।

ভেনেজুয়েলার এস্তাদিও অলিম্পিকো দে লা ইউসিভি স্টেডিয়ামে সবশেষ প্যারাগুয়েকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। টুর্নামেন্টের আরেক ম্যাচে কলম্বিয়াকে ১-০তে হারিয়েছে আর্জেন্টিনা। তাতে সমান ৩টি করে ম্যাচ খেলে সবগুলোই জিতেছে দুদল। ৯ পয়েন্ট করে নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে উঠে গেছে ব্রাজিল। দুইয়ে আছে লিওনেল মেসির উত্তরসূরিরা।

নিজ নিজ ম্যাচে জেতার মধ্য দিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেও নিজেদের জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এবছরের সেপ্টেম্বর-অক্টোবরে যুবাদের বিশ্বকাপ হবে লাতিন আমেরিকার চিলিতে।

গ্রুপপর্বের লড়াই শেষে শিরোপার জন্য উরুগুয়ে, চিলি, কলম্বিয়া, প্যারাগুয়ের সঙ্গে সাউথ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বে লড়ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এপর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। টুর্নামেন্টের নিয়মানুযায়ী, পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা দল হবে চ্যাম্পিয়ন।

সবমিলিয়ে শিরোপা লড়াইটা এখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। পরের ম্যাচে জিতলে শিরোপা অনেকটা নিশ্চিত হয়ে যাবে দুদলের একটির। আগামী শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৭টায় সেই লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স