সবশেষ জানা গেল, পুরস্কার নেবেন মেহেদী হাসান। আর তার সঙ্গে আরও তিনজনকে পুরস্কার দেয়ার সিদ্ধান্ত হয়েছে। যারা সবাই অভ্র তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা এবং নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী। ৯ ফেব্রুয়ারি (রবিবার) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন ফারুকী। তিনি লিখেছেন, ‘আজকে খুলেই বলা যায়, আমরা জানতাম মেহেদী হাসান খান পুরস্কার গ্রহণ করতে আগ্রহী না। এর আগেও তাকে অ্যাপ্রোচ করা হয়েছিল। তিনি পুরস্কার না নিতে পারেন জেনেও আমাদের ক্যাবিনেট থেকে আমরা পুরস্কার ঘোষণা করতে সম্মত হই। এর মাধ্যমে আমরা বার্তা দিতে চেয়েছি, আমরা কাদের সেলিব্রেট করব।’

তিনি লিখেছেন, ‘কালকে তার সঙ্গে যখন কথা হয়, তিনি তখন অসম্মতই ছিলেন। ফাইনালি তিনি পুরস্কার নিতে সম্মত হন। কিন্তু তিনি একা এই কৃতিত্ব নিতে চাননি। তার আরও তিন বন্ধু- রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মুস্তাফা; যারাও অভ্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের ছাড়া তিনি পুরস্কার নিতে চাননি।’
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা লিখেছেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, স্রোতের বিপরীতে এগিয়ে যাওয়া এই চার গুণীকেই অভ্র’র জন্য দলগতভাবে একুশে পদকে সম্মানিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তারা চার বন্ধুই পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে আসছেন পুরস্কার গ্রহণ করতে।’
ঠিকানা/এএস
 
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
