Thikana News
২২ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

চল্লিশের পর রোনালদোর প্রথম গোল ও জয়

চল্লিশের পর রোনালদোর প্রথম গোল ও জয় ছবি : সংগৃহীত
তিন দিন আগে চল্লিশ তম জন্মদিন পালন করেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু বয়সের ছাপটা যেন মাঠের ফুটবলের একদমই প্রতীয়মান নয়। জন্মদিনের পর প্রথম ম্যাচ খেলতে নেমে গোলের দেখা পেয়েছেন এই আল নাসর ফরোয়ার্ড। শুক্রবার সৌদি প্রো লীগে আল ফায়হাকে ৩-০ গোলে হারায় রোনালদোর দল। 

ঘরের মাঠ আল আওয়াল পার্কে জোড়া গোল করেন জন দুরান। জানুয়ারির দলবদলে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা থেকে সৌদিতে উড়ে আসেন এই কলম্বিয়ান ফরোয়ার্ড। আল নাসরের হয়ে অভিষেক ম্যাচেই দ্যুতি ছড়ান এই ২১ বছর বয়সী ফুটবলার। এদিন দলের তৃতীয় ও শেষ গোলটি করেন রোনালদো। ২২ মিনিটে দুই প্রতিপক্ষ ডিফেন্ডারের মাঝ দিয়ে বল কাটিয়ে চমৎকার এক গোলে দলকে এগিয়ে দেন দুরান। এরপর ম্যাচের ৭২তম মিনিটে সাদিও মানের বাঁ প্রান্তের ক্রস থেকে আলতো ছোঁয়ায় গোলকিপারের ওপর দিয়ে দলের ও নিজের দ্বিতীয় গোলটি করেন আল নাসর ফরোয়ার্ড। দুই মিনিট পর স্কোরকার্ডে নাম লেখান রোনালদোও। সতীর্থের ডান প্রান্ত থেকে বাড়ানো বল মাঠের মাঝ থেকে ছুটে এসে দারুণভাবে জালে জড়ান এই পর্তুগিজ। জন্মদিনের আগে শেষ ম্যাচেও গোলের দেখা পান রোনালদো। এশিয়ান চ্যাম্পিয়নস লীগে (এসিএল) জন্মদিনের দুইদিন আগে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলের বিপক্ষে সেদিন জোড়া গোল করেন পাঁচ বারের এই ব্যালন ডি’অর জয়ী। এই নিয়ে ফুটবল মাঠে গোলের রথ ছুটিয়ে চলা রোনালদোর মোট ক্যারিয়ার গোলসংখ্যা হলো ৯২৪। নতুন বছরে এই নিয়ে তিনি জালের দেখা পেলেন আটবার। শেষ ১২ ম্যাচে করেন ১৬টি গোল। বয়সের কোটা ৪০ -এ ঠেকার পর নিজের প্রথম গোল ও জয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে রোনালদো লেখেন, ‘৪০ এর পর প্রথম গোল ও জয়।’ পেশাদার ক্যারিয়ারে এদিনের জয় এই সাবেক রিয়াল মাদ্রিদ ফুটবলারের ৭০১তম। এ জয়ে সৌদি প্রো লীগের পয়েন্ট তালিকায় তিনে উঠে আসে আল নাসর। ১৯ ম্যাচে ১২ জয়, ৫ ড্র ও ২ হারে ৪১ পয়েন্ট খাতায় তুলেছে রোনালদোরা। সমপরিমাণ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে ফরাসি করিম বেঞ্জেমার দল আল ইত্তিহাদ। এক ম্যাচ কম খেলা নেইমার জুনিয়রের সাবেক ক্লাব আল হিলাল ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স