বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ পালিয়ে গিয়েও দেশকে অস্থির করতে উষ্কানি দিচ্ছে। তারা উষ্কানিমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে। সেরকম একটা উষ্কানি তারা গত দুই-একদিন আগে দিয়েছিলেন। কিন্তু বাংলার যেই সন্তানরা আন্দোলন করেছে জীবন দিয়েছে, তারা এখনো স্বৈরাচারের কর্মকাণ্ড ভুলেনি। তাদেরকে কখনো ছাত্র-জনতা ছাড় দেবেনা।
  
৭ ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের লুটপাট কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ব্যাংক লুণ্ঠন করে ও লুটপাট করে গত সাড়ে ১৫ বছরে দেশ থেকে বিদেশে ২৬ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। তারা ক্ষমতায় থাকা অবস্থায় অনেক সুন্দর সুন্দর কথা বলতেন। কিন্তু তারা এখন দেশ থেকে পালিয়ে যাওয়া পরে, গ্রেফতার হওয়ার পরে, আত্মগোপনে থাকার পরে সকল অপকর্মের কথা বেরিয়ে আসছে। অবৈধ সম্পদের খনি বেরিয়ে আসছে। তাদের সেই দেশি ও বিদেশি অবৈধ অর্থ উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। সেই টাকা দিয়ে জনগণের সুসম উন্নয়ন করতে হবে। 
 
তিনি বলেন, ‘যুব সমাজের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ওয়াদাবদ্ধ। সমাজের চাঁদাবাজি, ঘুষ সহ নানা অপকর্ম দূর করাই হচ্ছে যুব সমাজের স্বপ্ন। যে জন্য তারা বুকে গুলি খেতেও দ্বিধা করেনি। এই লড়াইয়ে যুব সমাজের পাশে আছি আমরা। আমরা পেছন থেকে তোমাদের পরামর্শ দেব, সহযোগিতা করবো ও দোয়া করবো। আর তারা ভুল করলে শক্ত করে টান দিয়ে ধরবো। ভুল করা যাবে না, এ জাতি অনেক ভুল করে ফেলেছে। সেরকম এটা স্বপ্নের মানবিক বাংলাদেশ আমরা চাই। আমাদের মা-বোন থাকবে নিরাপদ। নিরাপত্তার সাথে আমাদের বোনেরা পাবে মর্যাদা।  
 
তিনি আরও বলেন, স্বাধীনতার পর কোন নেতা কোন কর্মী কোথায় কার জমি দখল করেছে, কার ইজ্জতের উপরে হাত দিয়েছে তা আমাদের জানতে দিন। কার জীবনের উপরে হাত দিয়েছে আমাদের বলুন। আমরা কথা দিচ্ছি এর ন্যায় বিচার করবো। আপনাদের নিরাপত্তার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা ক্ষমতায় যাই বা না যাই এটি আমাদের মানবিক দায়িত্ব, সেটি আমরা পালন করবো। 
  
সমাবেশে আরো  উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণ আমির নূরুল ইসলাম বুলবুল, নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমদ, জেলা আমির মমিনুল হক সরকার ও মহানগরী আমির মুহাম্মদ আবদুল জব্বার, কেন্দ্রীয় সূরা সদস্য ডক্টর ইকবাল হুসাইন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ঠিকানা/এএস 
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
