Thikana News
০১ সেপ্টেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরে ভারতের নিন্দা

বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরে ভারতের নিন্দা ছবি সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছে ভারত। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিয়মিত ব্রিফিংয়ে এ নিন্দা জানান।

মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রশ্নের জবাবে বলেন, ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধুর বাড়িটি ১৯৭১ সালে দখলদার ও দমন-পীড়নকারী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের স্মারক হিসেবে বিবেচিত। সেই বাড়িতে গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে অগ্নিসংযোগ করা হয়েছে।

যারা বাঙালি পরিচয় ও মুক্তিযুদ্ধকে গৌরবের সঙ্গে ধারণ করেন তারা সবাই জানেন, বাংলাদেশের জন্মের সঙ্গে এই বাসভবনের সম্পর্ক গভীর। তাই এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো উচিত।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাত্রসমাজের উদ্দেশে দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বক্তব্য দেওয়ার জেরে রাজধানীর ধানমন্ডিতে ‘৩২ নম্বর’ হিসেবে পরিচিত শেখ মুজিবের বাড়িতে বুধবার ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর বাইরে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও স্থাপনায় বুধ ও বৃহস্পতিবার হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স