Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

নাটোরে গ্যাস ট্যাবলেট খেয়ে মায়ের মৃত্যু, ৩ মেয়ে হাসপাতালে

নাটোরে গ্যাস ট্যাবলেট খেয়ে মায়ের মৃত্যু, ৩ মেয়ে হাসপাতালে ছবি সংগৃহীত
নাটোরের সিংড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে শারমিন বেগম (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার মেয়ে জিম (৮), মিম (৮) ও সিনহা খাতুন (৩)। নিহত শারমিন বেগম সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রামের মুরাদ হোসেনের স্ত্রী।

এলাকাবাসী জানিয়েছেন, পারিবারিক বিরোধের জের ধরে বুধবার (৫ ফেব্রুয়ারি) গভীর রাতে গ্যাস ট্যাবলেট খান গৃহবধূ শারমিন খাতুন। পরে তার দুই যমজ মেয়েসহ তিন মেয়েকে ঘুম থেকে জাগিয়ে কৃমিনাশক ট্যাবলেট বলে তাদেরকে সেই ট্যাবলেট সেবন করান মা শারমিন বেগম। কিছুক্ষণ পর সবাই অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনেরা। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে মায়ের মৃত্যু হয় এবং তিন মেয়ে বর্তমানে চিকিৎসাধীন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, ‘থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স