প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমিগ্রেশন ক্র্যাকডাউনে বৈধ অভিবাসীরাও ধরাশায়ী হচ্ছেন। বিভিন্ন স্থানের ইমিগ্রেশন চেকপয়েন্টে অভিবাসীদের পরিচয়পত্র (আইডি) যাচাই করা হচ্ছে। যারা বৈধ অভিবাসী হিসাবে আইডি দেখাতে পারছেন না তারা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ অনুযায়ী চলমান অবৈধ অভিবাসী গ্রেফতার অভিযানের সময় বৈধরাও গ্রেপ্তার হচ্ছে প্রসঙ্গে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারলাইন লেভিট স্পষ্ট করেই বলেছেন, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এজেন্টসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান যৌথ অভিযানের সময় পরিচয়পত্র দেখাতে ব্যর্থরাও গ্রেপ্তার হচ্ছেন। তাই সকলে যেন নিজ নিজ পরিচয় পত্র সাথে রাখবেন।
প্রেস সেক্রেটারি আরো বলেছেন, মেক্সিকো হয়ে বেআইনী পথে যুক্তরাষ্ট্রে প্রবেশকারিরা হচ্ছে প্রধান টার্গেট। কারণ, তাদের মধ্যে অনেকেই গুরুতর অপরাধী রয়েছে এবং তারাই আমেরিকার সমাজ-ব্যবস্থার জন্যে হুমকি। ট্রাম্পের নির্দেশে তাদের গ্রেপ্তার ও বহিষ্কারের অভিযানে বিচলিত হবার কিছু নেই।