Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ওয়াশিংটনে রবার্ট ডেস্ট্রোর সঙ্গে  সাক্ষাতে মির্জা ফখরুল ইসলাম

ওয়াশিংটনে রবার্ট ডেস্ট্রোর সঙ্গে  সাক্ষাতে মির্জা ফখরুল ইসলাম যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিষয়ক সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট রবার্ট এ ডেস্ট্রোর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান
যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিষয়ক সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট রবার্ট এ ডেস্ট্রোর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিএনপির ফেইসবুক পেইজে তাদের সাক্ষাতের ছবি প্রকাশ করা হয়েছে।
বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
বিএনপির ফেইসবুক পেইজে এক বিবৃতিতে বলা হয়েছে, রবার্ট এ ডেস্ট্রো ট্রাম্প প্রশাসনের ট্রানজিশন টিমের সঙ্গে কাজ করেছেন। তিনি একজন আইনজীবী; মানবাধিকার ও নাগরিক অধিকার আইন নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার কমিশনের একজন কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন রবার্ট এ ডেস্ট্রো। নির্বাচন, কর্মসংস্থান এবং সংবিধান আইন বিষয়ে তিনি একজন বিশেষজ্ঞ হিসেবে বিবেচিত।
ওয়াশিংটনে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে বিএনপি মহাসচিবের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল এখন ওয়াশিংটনে অবস্থান করছেন।

বুধবার তারা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট আয়োজক ফাউন্ডেশনের অন্যতম প্রধান সাউথ ক্যারোলাইনার গভর্নর ডেভিড বিসলির সঙ্গে সাক্ষাৎ করেন। বৃহস্পতিবার ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যুক্তরাষ্ট্রের জাতীয় এবং আন্তর্জাতিক ব্যক্তিরা অংশ নেবেন।
গত ১১ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ কমিটি চিঠি দিয়ে আমন্ত্রণ জানায়।

ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট যুক্তরাষ্ট্রের একটি বার্ষিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে আমন্ত্রণ জানিয়েছে। তিনি যেতে পারছেন না, তার প্রতিনিধিত্ব করবেন ব্যারিস্টার জাইমা রহমান।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স