গণঅভ্যুত্থানে পতনের পর পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইনে ভাষণের ঘোষণা দেওয়ার প্রতিবাদে খুলনার শেখ বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত নয়টায় ফ্যাসিবাদ-বিরোধী স্লোগান দিয়ে বাড়িটি ভাঙচুর শুরু করে তারা।
ছাত্রসমাজের উদ্দেশে শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণা আসার পরপরই এর পাল্টা কর্মসূচি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। খুলনাসহ দক্ষিণাঞ্চলের ক্ষমতার কেন্দ্রে থাকা শেখ বাড়ি ভাঙচুরের জন্য ‘বুলডোজার মিছিল’ এর ডাক দেয় তারা।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের আগের দিন ৪ আগস্ট খুলনায় এই শেখ বাড়িতে ভাঙচুর চালায় ছাত্র-জনতা। দফায় দফায় ভাঙচুরের পর আগুন দেওয়া হয় বাড়িটিতে।
লাল প্রাচীর ঘেরা নগরীর শেরেবাংলা রোডের দোতলা এই বাড়ির কোনো নামফলক নেই। কিন্তু সবাই একে ‘শেখ বাড়ি’ নামেই চেনেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো পাঁচ ভাইয়ের বাড়ি এটি।
ঠিকানা/এনআই