বিয়েবাড়ি, গায়ে হলুদে বা যেকোনো অনুষ্ঠানে ঘর সাজাতে গাঁদা, গোলাপ বা ডালিয়া কিংবা চন্দ্রমল্লিকা ফুল ব্যবহার করা হয়। রকমারি ফুলদানিতে সুন্দর করে ফুল সাজিয়ে রাখলে দেখতে ভাল লাগবে। তবে কীভাবে সেই ফুল কয়েক দিন পর্যন্ত টাটকা রাখবেন?
১. গাঁদা ফুল যদি ডাঁটিসহ থাকে তাহলে পরিষ্কার পানিতে ডাঁটি চুবিয়ে রাখুন। ২৪ ঘণ্টার বেশি এভাবে গাঁদা ফুল টাটকা রাখা যাবে। ঘর সাজানোর জন্য টাটকা থাকবে ফুল।
২. গোলাপ বা ডালিয়া কিংবা চন্দ্রমল্লিকা যে কোনো ফুল দিয়েই ঘর সাজাতে পারেন। এ ক্ষেত্রে যে ফুলই বেছে নিন না কেন ফুলদানিটি পরষ্কার রাখতে হবে। ঠান্ডা বা গরম নয়, ঘরের তাপমাত্রায় থাকা পানি ব্যবহার করতে হবে।
৩. পানি দিয়ে রাখার সময় ফুলের ডাঁটি ৪৫ ডিগ্রি কোণে কাটতে হবে। এতে ডাঁটির অনেকটা অংশ পানির সংস্পর্শে থাকবে। ফলে পানি শোষণ করা সহজ হবে। ফুলদানিতে প্রতিদিন সেই পানি পাল্টাতে হবে। পাপড়ি শুকিয়ে গেলে বা পাতা পচতে দেখলে সেগুলো ছেঁটে ফেলা দরকার।
৪. ফুল রাখার সময় খেয়াল রাখুন ডাঁটির সঙ্গে থাকা পাতা পানিতে ডুবে নেই তো। এতে পাতা পচে যেতে পারে। তা থেকে ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে ফুল দ্রুত শুকিয়ে যেতে পারে। ফুল বেশি দিন ভাল রাখতে বিশেষ মিশ্রণ পানিতে মিশিয়ে নিতে পারেন। ফুলের দোকানেই এই ধরনের মিশ্রণ পাওয়া যায়।
ঠিকানা/এসআর