Thikana News
০৪ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫

নিউইয়র্কে নতুন অভিজ্ঞতার মুখোমুখি সাফা কবির

নিউইয়র্কে নতুন অভিজ্ঞতার মুখোমুখি সাফা কবির সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে রয়েছেন তিনি। সেখানে তিনি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানের পর তিনি নিউইয়র্ক সিটির অলবানি শহরে ঘুরতে গিয়ে জীবনের নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী।

গত ৩১ জানুয়ারি (শুক্রবার) নিজেকে সময় দিতে ঘুরতে বের হন তিনি। এই ঘোরাঘুরির একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ফেসবুক পেজে পোস্ট করে সাফা কবির লিখেছেন, ‘তুষারের মধ্যে আমার জীবনের প্রথম অভিজ্ঞতা হলো। শৈশবের স্বপ্ন, আমি তুষারপাত দেখব। অনুভব করব এর কোমলতা। সেটাই আমি আজ দেখছি। মনে হচ্ছে, আকাশ থেকে জাদুর মতো নেমে আসছে তুষারকণা।’

এই অভিনেত্রী লেখেন, ‘কতবার যে পরিকল্পনা করলাম, হলো না। জীবন তো আসলে জীবনের মতোই চলে। তার মধ্যে এই ’২৫ সাল আমার স্বপ্ন সত্য হয়ে গেল। আমি দাঁড়িয়ে গেলাম তুষারপাতের মধ্যে।’

তুষারের মধ্যে দাঁড়ানোর অনুভূতি ভাগাভাগি করে সাফা আরও লিখেছেন, ‘প্রথম তুষারপাত আমার শরীরে পড়ার সঙ্গে সঙ্গে হৃদয়টা আনন্দে ভরে উঠল। এটা ছিল অনেক শান্ত, সুন্দর ও পরাবাস্তবতার মতো। মনে হচ্ছিল, আমি স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন থেকে আমি জেগে উঠতে চাইছি না। তুষারপাত আমার কাছে শান্তির প্রতীক। শৈশবের স্বপ্ন পূরণ হলো। এটাকে আমি এখন আগের চেয়ে বেশি ভালোবাসি।’

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স