Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

সাঈদীর মৃত্যু পরিকল্পিত মেডিকেল কিলিং হতে পারে : আজহারী

সাঈদীর মৃত্যু পরিকল্পিত মেডিকেল কিলিং হতে পারে : আজহারী ছবি সংগৃহীত
‘আমরা এখনো জানি না, দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু স্বাভাবিক ছিল, নাকি মেডিকেল কিলিং ছিল’ বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে চট্টগ্রাম নগরীর প্যারেড মাঠে ইসলামী সমাজকল্যাণ পরিষদ আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের পঞ্চম ও শেষ দিনে প্রধান মুফাসসিরের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আজহারী বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী শিরক-বিদআতের আস্তানা তছনছ করে দিয়েছিলেন। তিনি আজীবন ইসলামকে বিজয়ী হিসেবে দেখতে চেয়েছেন। তার মৃত্যুতে গোটা বিশ্ব কেঁদেছে।

তিনি বলেন, আমাদের জন্মের পর থেকে এ রকম সুন্দর সময় আমরা পাইনি। তাই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু স্বাভাবিক নাকি হত্যাকাণ্ড, তা তদন্ত করে দেখতে হবে। তদন্ত কমিটির রিপোর্ট গণমানুষের কাছে জানাতে হবে।

অধ্যক্ষ নজরুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম নগর জামায়াত আমির শাহজাহান চৌধুরী, মাওলানা মনিরুল ইসলাম মজুমদার, সাঈদীপুত্র মাওলানা শামীম সাঈদী প্রমুখ।

এর আগে আজহারীর মাহফিল উপলক্ষে সকাল থেকেই নগরীর প্যারেড ময়দানের দিকে আসতে শুরু করেন বিভিন্ন বয়সী মুসল্লিরা। গাড়ি না পেয়ে অনেকে পায়ে হেঁটে মাহফিলের দিকে আসতে থাকেন। নগরীর সব রাস্তার শেষ যেন মেশে প্যারেড ময়দানে।

চকবাজার প্যারেড ময়দানে দীর্ঘ ২৯ বছর একাধারে তাফসির মাহফিলে বয়ান করে গেছেন জনপ্রিয় ইসলামি বক্তা প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদী। তার অনুপস্থিতিতে এবারই প্রথম তাফসির মাহফিল হচ্ছে। সোমবার (২৭ জানুয়ারি) থেকে পাঁচ দিনব্যাপী এই ঐতিহাসিক মাহফিল শুরু হয়।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স